× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার , ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শওয়াল ১৪৪৫ হিঃ

ইবির ৯ প্রশাসনিক পদে রদবদল

শিক্ষাঙ্গন

ইবি প্রতিনিধি
(৫ বছর আগে) ডিসেম্বর ১৮, ২০১৮, মঙ্গলবার, ৪:১৩ পূর্বাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৯টি প্রশাসনিক পদে পরিবর্তন এনেছে প্রশাসন। ছাত্র উপদেষ্টা, প্রক্টর, পরিবহন প্রশাসক, টিএসসিসি ও ৫টি হল প্রভোস্ট পদে নতুন নিয়োগ দেয়া হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী এসব পদে নিয়োগ দেন।

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কাজের গতিশীলতা বাড়াতে আগামী এক বছরের জন্য এসব পদে নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে প্রক্টর হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. ইব্রাহিম আব্দুল্লাহ সিজার নিয়োগ পেয়েছেন। তিনি প্রফেসর ড. মাহবুবর রহমানের স্থলাভীষিক্ত হলেন। ছাত্র উপদেষ্টা হিসেবে ইনফরমেশন অ্যান্ড কমিউনেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন দায়িত্ব পেয়েছেন। পরিবহন প্রশাসক হিসেবে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম, টিএসসিসি’র পরিচালক হিসেবে বাংলা বিভাগের প্রফেসর ইয়াসিন আলী নিয়োগ পেয়েছেন। এছাড়া বঙ্গবন্ধু হলে প্রফেসর ড. তপন কুমার জোদ্দার (বায়োমেডিকেল), জিয়াউর রহমান হলে প্রফেসর ড. আকরাম হোসাইন মজুমদার (আইন), লালন শাহ হলে প্রফেসর ড. আব্দুল মোত্তালিব (আরবী), ফজিলাতুন্নেছা হলে প্রফেসর ড. বাবলী সাবিনা আজহার (ফলিত পুষ্টি) এবং শেখ হাসিনা হলে প্রফেসর ড. শেলীনা নাসরীন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সদ্য নিয়োগ প্রাপ্তরা নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট হবেন বলে জানিয়েছেন।

এবিষয়ে ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সকল কাজের গতি তরান্বিত করতে এসব পদে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করি তারা মেধা ও শ্রম দিয়ে তাদের দায়িত্ব পালন করবেন।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর