× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

‘ভুয়া কাগজ এবং জাল দলিল করে কেউ পার পাবে না’

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সাভার থেকে
২১ জানুয়ারি ২০১৯, সোমবার

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ভুয়া কাগজ এবং জাল দলিল করে আর কেউ পার পাবে না। গতকাল দুপুরে সাভারের সিঅ্যান্ডবিতে বিসিএস ক্যাডারভুক্ত প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কর্মকর্তাদের ১১৬তম সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, সরকারি জায়গার ভুয়া কাগজ করে হয়তো কেউ সাময়িকভাবে দখল করতে পারে কিন্তু তারা এত সহজে পার পাবে না। দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমি দায়িত্ব নেয়ার পর থেকে ভূমি মন্ত্রণালয়কে জিরো টলারেন্স ঘোষণা করেছি। ভূমি অফিসের সবার সম্পদের হিসাব নেয়া হচ্ছে। ইতিমধ্যে ভূমিতে অনেক পরিবর্তন হয়েছে। আমি এর আগেও এ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছি, তাই আমার কাছে নতুন করে শেখার কিছু নেই।
আগামী পাঁচ বছরে ভূমির বিষয়ে আমরা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবো। তাদের সুবিধার জন্য আমরা হটলাইন চালুর সিদ্ধান্ত নিয়েছি, সেখানে ভূমির বিষয়ে যাবতীয় অভিযোগ গ্রহণ করে তার সমাধানে কাজ করা হবে। এছাড়া প্রবাসীদের সুবিধার জন্য একটি ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ গ্রহণ করে তাদের সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন লন্ডনে বসে মনোনয়ন বাণিজ্য করে দলকে শেষ করে দিয়েছেন। আমার মনে হয় বিএনপি এবার জয়লাভের জন্য নির্বাচনে আসেনি, তারা এসেছিলো জনগনের পালস বোঝার জন্য। তারা এই নির্বাচনের মধ্য দিয়ে বুঝে গেছেন যে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। কারণ, জনগন উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। দেশে যে উন্নয়ন হয়েছে তা গলাবাজি করে বলার বিষয় না- এটা এখন দৃশ্যমান। তাই তিনি বিএনপিকে সংসদে এসে স্বাধীনতার পক্ষের শক্তিকে সঙ্গে নিয়ে জনগণের পক্ষে কথা বলার আহ্বান জানান। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. হসলীমুল ইসলাম এনডিসি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী। ৪৫ দিনের এ প্রশিক্ষণে বিসিএস প্রশিক্ষণ ক্যাডারের ১৭ জন, পুলিশ ক্যাডারের ২০ জন, রেলওয়ে ক্যাডারের ২ জন এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ১৯ জনসহ মোট ৫৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।  
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর