× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

বরগুনায় কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

বাংলারজমিন

বরগুনা প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৯, সোমবার

প্রেম করে বিয়ের দুই মাসের মাথায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল ১০টার দিকে বরগুনার পাথরঘাটা পৌরসভার ৩নং ওয়ার্ডের স্বামীর রান্নার ঘর থেকে তানিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তানিয়া আক্তার হাজী জালাল উদ্দিন মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং স্বামী ইমরান পাথরঘাটা কলেজের একই শ্রেণিতে অধ্যায়নরত। নাম প্রকাশ না করার শর্তে তানিয়ার একাধিক প্রতিবেশী জানান, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময়ই মোবাইলে কথা বলা নিয়ে তর্কবিতর্ক হতো। ঘটনার আগের দিন রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে মোবাইলে পরকীয়ার বিষয়ে কথা বলা নিয়ে একে অপরকে দোষারোপ করে কথা কাটাকাটি হয়। পরে ঘটনার দিন সকালে শাশুড়ি পারভীন বেগম ব্যক্তিগত কাজে ঘর থেকে বের হয়ে যান। কাজ শেষে ঘরে এসে পুত্রবধূ তানিয়াকে না দেখে খোঁজাখুঁজি করে রান্না ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখলে এলাকাবাসীর সহযোগিতায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। তানিয়া পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের জাহাঙ্গীর মাঝির মেয়ে।
তানিয়ার নানা আ. ছালাম বলেন, তানিয়ার এসএসসি পরীক্ষা থেকেই ইমরান উত্ত্যক্ত করতো।
পরীক্ষা শেষে তানিয়াকে তুলে নিয়ে যায় ইমরান। পরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় হাজী জালাল উদ্দিন মহিলা কলেজে হোস্টেলে  রেখে পড়াশোনা শুরু করে তানিয়া। সেখান থেকেও ইমরান তানিয়াকে তুলে এনে পার্শ্ববর্তী মঠবাড়িয়া থেকে নোটারীর মাধ্যমে বিয়ে করে চট্টগ্রামে অবস্থান করে তানিয়া ও ইমরান। সেখান থেকে কিছুদিন আগে পাথরঘাটা আসার পরেই এ ঘটনা ঘটে। পাথরঘাটা থানার ওসি তদন্ত মো. সাইদুর রহমান বলেন, আমরা স্থানীয় লোকজন থেকে জেনেছি ইমরান ছেলেটি বখাটে। দাম্পত্য কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে। লাশ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর