× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

দুর্বার কেভিতোভা, মলিন কারবার

খেলা

স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০১৯, সোমবার

আততায়ীর ছুরিকাঘাতে এক সময় মনে হচ্ছিল ক্যারিয়ারই বুঝি শেষ পেত্রা কোভিতোভার। তবে টেনিস কোর্টে র‌্যাকেট হাতে আরো একবার দৃঢ়তা দেখালেন চেক প্রজাতন্ত্রের এ তারকা। গতকাল অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে ১৭ বছর বয়সী মার্কিন তারকা আমান্ডা আনিসিমোভার বিপক্ষে ৬-২ ও ৬-১ গেমের সহজ জয় দেখেন আসরের ষষ্ঠ বাছাই খেলোয়াড় কেভিতোভা। ২০১৭’র  ইউএস ওপেনের পর কোনো গ্র্যান্ড স্লাম আসরে কেভিতোভার এটি প্রথম কোয়ার্টার ফাইনাল। আর গত বছর ইন্ডিয়ান ওয়েলস আসরে আনিসিমোভার কাছে হার দেখেছিলেন তিনি। একই দিনে অঘটনের শিকার হন আসরের দ্বিতীয় শীর্ষ বাছাই খেলোয়াড় অ্যাঞ্জেলিক কারবার। যুক্তরাষ্ট্রের ড্যানিয়েলা কলিন্সের কাছে অবাধ ৬-০ ও ৬-২ গেমে হার দেখেন এ জার্মান তারকা। দুইবারের গ্র্যান্ডস্লাম শিরোপাজয়ী অ্যাঞ্জেলিক কারবারের বিপক্ষে দাপুটে নৈপুণ্যে এদিন ম্যাচে ২৯টি উইনার আদায় করেন কলিন্স।
ছয়বার কারবারের সার্ভিস ভেঙে ম্যাচে মোট পয়েন্টের ৭০% জিতে নেন ২৫ বছর বয়সী এ মার্কিন তারকা।

কেভিতোভার সাম্প্রতিক ফর্মটা উড়ন্তই। অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে নামার আগে সিডনি ইন্টারন্যাশনাল আসরের শিরোপা জেতেন ২৮ বছর বয়সী কেভিতোভা। চলতি বছর টানা ৯ ম্যাচে জয় দেখলেন চেক প্রজাতন্ত্রের এ টেনিস সুন্দরী। আর এবারের অস্ট্রেলিয়ান ওপেনে চার ম্যাচে কোনো সেট হারেননি তিনি। গতকাল জয় শেষে কেভিতোভা বলেন, এমন কারো বিপক্ষে খেলাটা সবসময়ই কঠিন, যে আপনাকে আগে হারিয়েছে। শুরুটা ভালো ছিল আমার এবং নার্ভাস কাটার পর আরো ভালো খেলেছি আমি। আমি আমার ফর্মটা উপভোগ করছি। ২০১৬’র ডিসেম্বরে চেক প্রজাতন্ত্রে নিজ বাড়িতে আততায়ীর ছুরিকাঘাতে মারাত্মক জখম হয় কেভিতোভার বাঁ-হাত। আর অস্ত্রোপচার শেষে টানা ছয় মাস কোর্টের বাইরে কাটান বাঁ-হাতি এই টেনিস তারকা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর