× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

সালাহর ‘ফিফটি’ লিভারপুলের ১০০০

খেলা

স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০১৯, সোমবার

৭ গোলের থ্রিলারে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে লিভারপুল। শনিবার অ্যানফিল্ডে পিছিয়ে পড়েও ৪-৩ গোলের রোমাঞ্চকর জয় কুড়ায় অল রেডরা। জোড়া গোল করে প্রিমিয়ার লীগে নিজের ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। আর প্রতিযোগিতায় তৃতীয় দল হিসেবে নিজ মাঠে ১ হাজার গোলের মাইলফলকে পৌঁছায় লিভারপুল (মোট ১০০২)। ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের লীগ গোল সংখ্যা ১০৯৪। স্ট্যামফোর্ড ব্রিজে ১০০৫ গোল নিয়ে দ্বিতীয় স্থানে চেলসি। লিভারপুলের জার্সিতে প্রিমিয়ার লীগে দুই মৌসুমে সালাহর নামের পাশে শোভা পাচ্ছে ৫৯ ম্যাচে ৪৮ গোল। মিশরি ফরোয়ার্ড বাকি ২ গোল করেন চেলসির হয়ে।
লীগে ৭২তম ম্যাচে গোলের ফিফটি পূরণ করেন সালাহ। প্রিমিয়ার লীগে এর চেয়ে কম ম্যাচ খেলে ৫০ গোল করেন অ্যান্ড্রু কোল (৬৫), অ্যালান শিয়েরার (৬৬) ও রুড ভ্যান নিস্টলরয় (৬৮)। লিভারপুল ও ক্রিস্টাল প্যালেস দু’দলই ইনজুরি সময়ে একটি করে গোল পায়। প্রথমার্ধে উইঙ্গার অ্যান্ড্রু টাউনসেন্ডের গোলে লিড নেয় প্যালেস। বিরতির পর ৪৬ ও ৭৫ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন সালাহ। ৫৩ মিনিটে রবার্তো ফিরমিনো ও ইনজুরি সময়ে গোল করেন সাদিও মানে। আর ৬৫ মিনিটে ২-২ সমতায় ফেরার পর ইনজুরি সময়ে ফলাফল ৪-৩ করে প্যালেস। ম্যাচের ৮৯তম মিনিটে লাল কার্ড দেখেন লিভারপুলের জেমস মিলনার। এই মৌসুমে প্রিমিয়ার লীগে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে মাঠে নামেন ক্রিস্টাল প্যালেসের আর্জেন্টাইন গোলরক্ষক হুলিয়ান স্পেরোনি (৩৯ বছর ২৪৬ দিন)। প্রতিযোগিতায় ২০১৬ সালের সেপ্টেম্বরে শাই গিভেনের (৪০ বছর ১৫১ দিন) পর সবচেয়ে বয়স্ক খেলোয়াড় তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর