× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

আরো একটি বড় জয় ম্যানসিটির

খেলা

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০১৯, রবিবার

ইংলিশ প্রিমিয়ার লীগে বড় জয় দেখলো ম্যানচেস্টার সিটি। এতে তালিকার শীর্ষ দল লিভারপুলের সঙ্গে ব্যবধান ফের ৪ পয়েন্টে নামিয়ে আনলো তারা। রোববার প্রতিপক্ষের মাঠে হাডার্সফিল্ড টাউনকে ৩-০ গোলে হারায় শিরোপাধারী ম্যানচেস্টার সিটি। কোচ পেপ গার্দিওলার দল ম্যান সিটি শেষ চার ম্যাচে প্রতিপক্ষের  জালে বল জড়ালো ২২ বার। প্রিমিয়ার লীগে আগের ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ৩-০ গোলে জয় দেখেছিল ম্যান সিটি। আর আগের দুই ম্যাচে যথাক্রমে ইংলিশ লীগ কাপ ও এফএ কাপে সিটিজেনরা গোল বন্যায় ভাসায় বার্টন অ্যালবিয়ন (৯-০) ও রদারহ্যাম ইউনাইটেডকে (৭-০)। রোববার ম্যাচের ১৮তম মিনিটে পাওয়া ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলোর গোলে এগিয়ে বিরতিতে যায় ম্যানচেস্টার সিটি। আর দ্বিতীয়ার্ধে মাত্র ২ মিনিটের ব্যবধানে  জোড়া গোল আদায় করে সিটিজেনরা।
৫৪ মিনিটে গোল পান ম্যান সিটির ইংলিশ তারকা রাহিম স্টারলিং। আর ৫৬তম মিনিটে জার্মান উইংগার লেরয় সানের গোলে সিটির জয় নিশ্চিত হয়ে যায় অনেকটাই। চলতি ইংলিশ প্রিমিয়ার লীগে ২৩ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে লিভারপুল। সমান ম্যাচে ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৫৬ পয়েন্ট।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর