× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ঝিনাইদহে এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

বাংলারজমিন

ঝিনাইদহ প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার

ঝিনাইদহের নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের মুজিব চত্বরে এ কর্মসূচির আয়োজন করে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বক্তব্য দেন, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আক্তারুল ইসলাম, সাধারণ সম্পাদক শওকত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা শিক্ষক সমিতির সভাপতি মহিউদ্দিনসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য দেন। এসময় বক্তারা বলেন, এমপিওভুক্ত না হওয়ায় দীর্ঘ ১০ থেকে ২৫ বছর যাবৎ শিক্ষকর ও কর্মচারীরা  বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন। প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর কাছে দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন এসব ভুক্তভোগী শিক্ষক ও কর্মচারীবৃন্দ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর