× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

নারায়ণগঞ্জে তিন নারীকে নির্যাতনের ঘটনার মূলহোতা ২দিনের রিমান্ডে

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
২০ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার

নারায়ণগঞ্জের বন্দরে গাছে বেঁধে তিন নারীকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ইউপি সদস্য ইউসুফ মেম্বারকে ২দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে ৬ দিনের রিমান্ড আবেদন করে তাকে হাজির করে পুলিশ। পরে শুনানি শেষে আদালত জিজ্ঞাসাবাদের জন্য ইউসুফ মেম্বারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। নির্যাতিত নারীদের একজন ফাতেমা আক্তার ফতেহ বাদী হয়ে ইউসুফ মেম্বারসহ ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০ জনকে আসামি করে সোমবার বিকালে বন্দর থানায় মামলা করেন। ঘোষণা মোতাবেক নির্যাতিত নারীদের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আনিসুর রহমান দিপু। তিনি পুরো মামলার দায়িত্ব নেয়ার ঘোষণা দেন। তবে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
এদিকে দুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় আসেন জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক আল মাহমুদ ফায়জুল কবির, উপ-পরিচালক (অভিযোগ ও তদন্ত) গাজী সালাম ও সদস্য বাঞ্চিতা চাকমা। বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।উল্লেখ্য, শনিবার বন্দরের দক্ষিণ কলাবাগ এলাকায় ৩ নারীকে মিথ্যা অপবাদ দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের পর মাথার চুল কেটে দেয়া হয়। নির্যাতনের শিকার হওয়া ওই ৩ নারী হলেন- বন্দর ইউনিয়নের দক্ষিণ কলাবাগ খালপাড়ের মৃত মফিজ উদ্দিনের মেয়ে ফাতেমা বেগম ওরফে ফতেহ (৫০), বন্দর শাহী মসজিদ এলাকার বাছেদ আলীর মেয়ে আসমা বেগম (৩৫) ও বুরুন্দি এলাকার বকুল মিয়ার স্ত্রী বানু বেগম (৩০)।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর