× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

কুড়িগ্রামে ইউসিসিএ কর্মচারীদের মানববন্ধন

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে
২০ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাভুক্ত ইউসিসিএ (উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি) রাজস্ব বাজেটভুক্ত কর্মচারীরা বেতনের দাবিতে মানববন্ধন করেছে। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এসময় বক্তব্য দেন ইউসিসিএ’র কুড়িগ্রাম শাখার সভাপতি এআরএম নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মাঈদুল ইসলাম, জামাল উদ্দিন, আব্দুল হাকিম, রফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা জানান, ১৯৭২ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে ইউসিসিএ কর্মচারীদের রাজস্ব খাত থেকে বেতন-ভাতা প্রদান করা হয়। ১৯৮২ সালে আইআরডিপিকে বিআরডিবি (পল্লী উন্নয়ন বোর্ড) রূপান্তরিত করার পর থেকে ইউসিসিএ কর্মচারীদের রাজস্ব খাত থেকে ৭০ শতাংশ স্যালারি সাপোর্ট অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের পরও দুই বছর ধরে বেতন-ভাতা বন্ধ থাকায় ২ হাজার ১৩০ জন কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর