× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

সরাইলে মাদকের টাকার বিরোধে যুবক খুন

বাংলারজমিন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার

সরাইলে মাদকের টাকা নিয়ে বিরোধের জের ধরে শাহীন খাঁ (৩০) নামের এক যুবক খুন হয়েছেন। গত সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নের দেওবাড়িয়া গ্রামীণ বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য লালু (২৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে। এ ঘটনায় পুলিশ ও স্থানীয় লোকজনের বক্তব্যে রয়েছে ভিন্নতা। পুলিশের ভাষ্যমতে শাহীন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয়দের ভাষ্যমতে শাহীন খাঁ মাদকসেবী ছিলেন। তবে তাঁর ঠিকানা জানা যায়নি এখনো। পুলিশ সোমবার রাত ১০টার দিকে শাহীন খাঁ’র লাশ উদ্ধার করেছে।
ঘটনার পর পর এলাকার একাধিক মাদক ব্যাবসায়ী ও তাদের পরিবারের লোকজন গা-ঢাকা দিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে শাহীন খাঁ সরাইল উপজেলার পানিশ্বর এলাকায় আসেন। তিনি কিশোরগঞ্জের বাসিন্দা বলে জানা যায়। পানিশ্বর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবস্থিত রাইস মিলে শাহীন খাঁ অস্থায়ীভাবে শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি মাদকাসক্ত ছিলেন। ইতিমধ্যে দেওবাড়িয়া গ্রামের মাদক ব্যবসায়ী নাঈম মিয়ার (২৪) সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। সেই সখ্যতায় উভয়ের মধ্যে মাদক কেনা-বেচা চলে। গত সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শাহীন খাঁ ও নাঈম মিয়ার মধ্যে দেওবাড়িয়া বাজারে মাদক কেনার টাকা পরিশোধ নিয়ে কথাকাটকাটি হয়। এ সময় নাঈম মিয়ার সঙ্গে আরো দুই যুবক ছিল। ৭টার দিকে নাঈম মিয়া ও তার দুই সহযোগী শাহীন খাঁকে বুকে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শাহীন খাঁর মৃত্যু ঘটে। রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। ঘটনার পর পর নাঈম মিয়াসহ এলাকার মাদকসেবী ও ব্যবসায়ীরা গ্রাম ছেড়ে পালিয়ে যায়। পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নূরুল হক বলেন, নিহত ব্যক্তির বাড়ি ও ঠিকানা এখনো জানা যায়নি। তবে সে ওই এলাকার লালু মিয়ার পুকুরে মাছের খাবার দিত। মাঝে মধ্যে চাতাল মিলে কাজ করত। তার সঙ্গে আরো দুই যুবক ছিল। তার শরীরে অগণিত পুরাতন আঘাতের চিহ্ন রয়েছে। সরাইল থানার ওসি মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, খুন হওয়া যুবকের নাম জানা গেলেও ঠিকানা জানা যায়নি।  মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর