× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

শ্যামলীতে র‌্যাবের গুলিতে ১৭ মামলার আসামী নিহত

অনলাইন

অনলাইন ডেস্ক
(৫ বছর আগে) ফেব্রুয়ারি ২০, ২০১৯, বুধবার, ১১:২৯ পূর্বাহ্ন

রাজধানীর শ্যামলীতে মাদকবিরোধী অভিযানে র‌্যাবের গুলিতে একজন  নিহত হয়েছেন। এ সময় তার কাছ থেকে একটি রিভলবার ও ৩০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। আজ ভোর ৬টার দিকে শ্যামলী সড়ক ও জনপথ অফিসের সামনে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে র‌্যাব-২ এর কর্মকর্তা মহিউদ্দীন ফারুকের ভাষ্য। র‌্যাবের দাবি, নিহত মেহেদী হাসান (৩২) একজন  শীর্ষ মাদক চোরাকারবারি। তার বিরুদ্ধে  মোহাম্মদপুর, মিরপুর, হাজারীবাগ, যাত্রাবাড়ীসহ বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে।

মহিউদ্দীন ফারুক বলেন, ভোরে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি বাসে করে ঢাকায় নামে  মেহেদীসহ কয়েকজন চোরাকারবারি। তারা বাস থেকে নামার পরপরই শ্যামলীর সড়ক ও জনপথ অফিসের সামনে প্রধান সড়কে তাকে চ্যালেঞ্জ করা হয়। সে র‌্যাবকে লক্ষ্য করে গুলি করলে র‌্যাবও পাল্টা গুলি চালায়। মেহেদী সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
এ সময় বাকি তিনজন দৌঁড়ে পালিয়ে যায়।

র‌্যাব কর্মকর্তা ফারুক বলেন, নিহত মেহেদীর কাছে গুলি ভর্তি একটি রিভলবার এবং ৩০০ গ্রাম  হেরোইন পেয়েছেন তারা। মেহেদীর সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছেন। এ অভিযানে র‌্যাবের দুই সদস্যও আহত হয়েছেন বলে মহিউদ্দীন ফারুক জানিয়েছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর