× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

র‌্যাগিং মুক্ত রাখতে জাবিতে অন্যন্য আয়োজন

শিক্ষাঙ্গন

জাবি প্রতিনিধি
(৫ বছর আগে) ফেব্রুয়ারি ২৪, ২০১৯, রবিবার, ১০:৩২ পূর্বাহ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের আজ প্রথথম ক্লাস। র‌্যাগিং’র বিপক্ষে শক্ত অবস্থান নিয়েছে শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসন। তারই অংশ হিসেবে গতরাতে শিক্ষার্থীদেরকে ভিন্নভাবে বরণ করে নিয়েছে বঙ্গবন্ধৃু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা। হলের ৪৭তম ব্যাচের শিক্ষার্থীরা নবীনতম ৪৮ ব্যাচের শিক্ষার্থীদের প্রথম রাতেই ফুল ও মিষ্টিমুখ করিয়ে বরণ করে নেয়।

শনিবার রাতে হলটির প্রভোস্ট ফরিদ আহমেদ ও ওয়ার্ডেন মেহেদি ইকবালের এর উপস্থিতিতে হলের ৪৭তম ব্যাচের শিক্ষার্থীরা ৪৮তম ব্যাচের শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়। তারপর ৪৮তম ব্যাচের শিক্ষার্থীদেরকে মিষ্টি মুখ করান তারা।

৪৭ ব্যাচের শিক্ষার্থীরা জানান, তারা নবীনতম ব্যাচের সঙ্গে পরিচয় পর্বে একটা পরিবর্তন আনতে চান। তারা শিগগিরিই নবীনদের সঙ্গে ডিনার পার্টি ও পিকনিকের আয়োজন করবে। সেই সঙ্গে তারা আরও বড় আয়োজন করে নবীনবরণ করতে আগ্রহী।
 
পরিসংখ্যান ৪৭ ব্যাচের শাহিন আলী ও মাহিন উদ্দীন কোরেশী বলেন, আমরা নবীন হিসেবে ক্যাম্পাসে এসে যতটুকু সমস্যায় পড়েছিলাম আমরা চাই না আমাদের জুনিয়ররা অতটুকু সমস্যায়ও পড়ুক।

দর্শন বিভাগ ৪৭ ব্যাচের রুদ্র মোসাদ্দেক বলেন, র‌্যাগিংয়ের যে ধারণা সেটা ভেঙ্গে আমরা একটা নতুন ধারা তৈরী করতে চাই।
কোন ধরনের নিপীড়নকে আমরা প্রশ্রয় দিবো না।

নবীনতম ৪৮ ব্যাচের ইমরুল খায়েশ ও আবদুল লতিফ লিয়ন বলেন, এসেই দেখি বড় ভাইরা মিষ্টি আর ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। এরই মধ্যে কয়েকজনের সঙ্গে পরিচিত হয়েছি। খুবই ভাল লাগছে।

হল প্রভোস্ট ফরিদ আহমেদ বলেন, আমাদের হল র‌্যাগিং মুক্ত থাকবে। ৪৭তম ব্যাচ আমাকে কথা দিয়েছে তারা ৪৮তম ব্যাচকে কোন ধরনের র‌্যাগ দিবে না। তারপরও আমরা পর্যবেক্ষণে রাখবো। যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে।

এদিকে র‌্যাগ প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনও আন্তরিক। বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের কোনো শিক্ষার্থীকে র‌্যাগ দিলে র‌্যাগদাতাকে প্রমাণ সাপেক্ষে তাৎক্ষণিক ১ বছরের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হলে তাৎক্ষণিক এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় হতে বহিষ্কার করা হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর