× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

মিউনিখের শীতে বায়ার্ন-লিভারপুল লড়াইয়ের উত্তাপ

খেলা

স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০১৯, বুধবার

আলিয়াঞ্জ অ্যারেনায় উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচ দেখতে ইচ্ছুক লিভারপুল ভক্তদের জন্য বায়ার্ন মিউনিখ কর্তৃপক্ষের পরামর্শ- অবশ্যই গ্লাভস ও স্কার্ফ সঙ্গে নিয়ে আসুন! বাভারিয়ানের আবহাওয়া এ মুহূর্তে মোটেও উষ্ণ নয়। তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস। তুষারপাত হচ্ছে। তবে বায়ার্ন-লিভারপুলের মধ্যকার চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর ফিরতি লেগের লড়াইটা উত্তাপই ছড়াবে। কারণ, এ ম্যাচের জয়ী দল পাবে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের টিকিট।
নকআউট পর্বের প্রথম লেগে ৩১ অ্যাওয়ে ম্যাচের ২১টিতে গোলশূন্য ড্র করা দল ফিরতি লেগে সাফল্য নিয়ে পরের রাউন্ডে উতরে যাওয়ার নজির রয়েছে। লিভারপুলের মাঠে শেষ ষোলোর প্রথম লেগে গোলশূন্য ড্র করেছিল বায়ার্ন। কোয়ার্টারে যাওয়ার দৌড়ে তাই বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের কিছুটা এগিয়ে রাখা যায়।
তবে ইউরোপিয়ান প্রতিযোগিতায় লিভারপুলের বিপক্ষে বাভারিয়ানদের রেকর্ড মন্দ, আট ম্যাচে মাত্র এক জয়। চ্যাম্পিয়ন্স লীগে (ইউরোপিয়ান কাপ) অতীতে একবারই দেখা হয়েছিল দুদলের- ১৯৮০/৮১ মৌসুমের সেমিফাইনালে। সেবার বায়ার্নকে হারিয়ে ফাইনালে খেলেছিল লিভারপুল।
আর বায়ার্নের বিপক্ষে লড়াই সামনে রেখে অলরেডদের জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ বলেন, ‘আমাদের সেরাটা খেলতে হবে। পারফরমেন্স সাদামাটা হলে ছিটকে যাব। জয় চাইলে লিভারপুলকে ভালো খেলতে হবে।’
ছয় মাস পর বরুশিয়া ডর্টমুন্ডকে টপকে গত সপ্তাহে বুন্দেসলিগার পয়েন্ট তালিকার শীর্ষে ওঠা বায়ার্নের আত্মবিশ্বাস তুঙ্গে। দলের কলম্বিয়ান  প্লে মেকার হামেস রদ্রিগেজও আশাবাদী লিভারপুলকে হারিয়ে টানা অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন্স লীগের শেষ আটে খেলবে বায়ার্ন। হামেস বলেন, ‘লিভারপুল শক্তিশালি দল। তারা শুধু একজনের উপর নির্ভরশীল নয়। আমাদের সবার ওপরই নজর রাখতে হবে। তবে আমি মনে করি, কোয়ার্টার ফাইনালে যাওয়ার ভালো সুযোগ রয়েছে আমাদের।’  
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর