× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

শাহনাজ রহমতুল্লাহর কোনো গান ফ্লপ নেই- শহীদুল্লাহ ফরায়জী

বিনোদন

স্টাফ রিপোর্টার
২৪ মার্চ ২০১৯, রবিবার

কিংবদন্তি সংগীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহকে শেষ শ্রদ্ধা জানাতে তার রাজধানীর বারিধারার বাসায় এসেছিলেন দেশের বরেণ্য গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী। এ শিল্পীর চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। গভীর শোক জানিয়ে তিনি বলেন, শাহনাজ রহমতুল্লাহর কোনো গান ফ্লপ নেই। বিশেষ করে দেশের গানে শাহনাজ রহমতুল্লাহকে ‘আনবিটেন’ উল্লেখ করে তিনি বলেন, অনেক শিল্পীর কিছু গান ফ্লপ হয়। কিন্তু শাহনাজ রহমতুল্লাহর ক্যারিয়ারে এটা নেই। দেশের গান, সিনেমার গান, আধুনিক গান সবখানেই এ শিল্পী ছিলেন সফল। একাধিক ভাষায় গাইতে পারতেন তিনি। ছিলেন বাঙালির গর্ব।
যতদিন আমরা বেঁচে থাকবো, আমাদের পরের প্রজন্ম ও বাংলা ভাষাভাষীর অনুভূতি যতদিন থাকবে ততদিন শাহনাজ রহমতুল্লাহ বেঁচে থাকবেন।  উল্লেখ্য, ৬৫ বছর বয়সে শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে শনিবার (২৩শে মার্চ) রাত সাড়ে ১১ টায় মারা যান শাহনাজ রহমতুল্লাহ। তার মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর