× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

শিক্ষামন্ত্রীর আশ্বাসে বাড়ি ফিরলেন শিক্ষকরা

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৫ বছর আগে) মার্চ ২৪, ২০১৯, রবিবার, ৭:৩৯ পূর্বাহ্ন

পাঁচ দিন অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনির আশ্বাসে তা প্রত্যাহার করেছেন নন এমপিও শিক্ষকরা। তবে দাবি আদায় না হলে ফের আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন তারা। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়া শিক্ষক-কর্মচারীদের সঙ্গে দেখা করতে আসেন ডা. দিপু মনি।

এসময় তিনি বলেন, আমি নিজেও শিক্ষকের সন্তান। আমার মা দীর্ঘ ৪০ বছর শিক্ষকতা করেছেন। আমরা জানি কোন পেশার মানুষ কেমন আছে। যেসকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হয়নি তাদের সমস্যা সম্পর্কেও অবগত আছি। এমপিও ভুক্তিতে যেহেতু সরকারের আর্থিক সক্ষমতার বিষয়টিও জড়িত।
কাজেই এই সিদ্ধান্ত সরকারের অনেক ভেবে চিন্তে নিতে হয়।

তিনি আরো বলেন, যেসব প্রতিষ্ঠান এমপিও ভুক্তির যোগ্য সেগুলো আমরা যাচাই বাচাই করছি। আশা করছি এক থেকে দেড় মাসের মধ্যে আমরা ঘোষণা দিতে পারবো। আর আশা করছি আগামী অর্থবছর থেকেই এমপিওভুক্তিও শুরু করতে পারবো।

শিক্ষামন্ত্রী আন্দোলনরতদের উদ্দেশ্যে অনুরোধ করে বলেন, আমাদের এই সময় দিতে হবে। আপনারা আমাদের এই সময়টুকু দিয়ে ঘরে ফিরে যান। শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যান। আবারো বিনীত অনুরোধ করবো, এই অবস্থান কর্মসূচী আপনারা ত্যাগ করেন। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। আমাদের সামর্থ অনুযায়ী যা কিছু করা সম্ভব আমরা সব করবো।

এসময় শিক্ষামন্ত্রীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইনসহ আরো অনেকে। সচিব বলেন, শিক্ষামন্ত্রী আপনাদের জন্যই এখানে এসেছেন। তিনি আপনাদের বিষয়টি দেখবেন। আশা করি আপনারা মন্ত্রীর আশ্বাসে বাড়ি ফিরে যাবেন।

মন্ত্রীর আশ্বাসে খুব একটা খুশি ছিলেন না তারা। এমনকি তিনি ভাষণ শেষ করার পর কোন হাততালিও দেননি কেউ। মন্ত্রী চলে যাওয়ার প্রায় দেড় ঘণ্টা পর নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন’র সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার ঘোষণা দেন এক মাস তাদের আন্দোলন স্থগিত থাকবে।

এছাড়াও সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায় বলেন, আমরা শিক্ষা মন্ত্রীর কথায় আশ্বস্ত হয়ে একমাস আমাদের আন্দোলন স্থগিত করলাম। এর আগে দুপুরে এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা আমরণ অনশনে যাবার সিদ্ধান্ত দিয়েছিলেন। তাদের ঘোষণা অনুযায়ী আজ সোমবার থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছিলেন তারা। পাঁচ দিন ধরে চলা এই আন্দোলনে প্রায় ১০ জন অসুস্থ হয়ে পড়েন। এরমধ্যে শিক্ষক শৈলেন চন্দ্র মজুমদার অসুস্থ অবস্থায় জাতীয় হৃদরোগ হাসপাতালের সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর