× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

৮০ লাখ ডলারে দ্বীপ কিনে পরক্ষণেই শপিং মলে চুরি!

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৫ বছর আগে) এপ্রিল ১৭, ২০১৯, বুধবার, ১২:৫৪ অপরাহ্ন

ফ্লোরিডার কি ওয়েস্টে ৮০ লাখ ডলারে একটি দ্বীপ কিনেছেন আন্দ্রে ফ্রাঁসিস লিপ্পি (৫৯)। এ খবরটি যতটা বড় তার চেয়ে বড় খবর, তিনি ওই দ্বীপ কেনার পর পরই একটি শপিং মলে চুরি করেছেন। এ অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে তাকে। তাও খুব বড় মাপের চুরি নয়। মাত্র ৩০০ ডলারের পণ্যের চোর তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

ফ্লোরিডার থমসন আইল্যান্ড কিনেছেন তিনি। এই দ্বীপটি দার্শনিক এডওয়ার্ড বি নাইটের পরিবারের।
এখানেই অনেক হলিউডি ছবির শুটিং হয়েছে। ওই দ্বীপ কেনার পরই তিনি স্থানীয় একটি শপিং মলে কে-মার্টে প্রবেশ করেন। সেখান থেকে তিনি একটি কফি মেকার, লাইট বাল্ব সহ বেশ কিছু জিনিসপত্র কেনেন। কিন্তু পরক্ষণেই তিনি মূল বাক্সগুলো ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে নেন। কে-মার্টের কর্মকর্তারা বাক্স চেক না করে তাকে অর্থ ফেরত দেন। পরে তারা বাক্সগুলো খুলে দেখেন তার মধ্যে অন্যসব জিনিসপত্র, যেমন এর ভিতর ছিল একটি বাস্কেটবল।

ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হয় লিপ্পিকে। এ অবস্থায় কে-মার্টের কর্মকর্তারা কি ওয়েস্ট এলাকার পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে দেখতে পায় ঠিকই ওইসব বাক্সের ভিতরে মূল জিনিসগুলো নেই। তবে গ্রেপ্তারের পর লিপ্পি চুরির অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, তিনি বাক্সগুলো ফেরত দেয়ার আগে তার মধ্যে কোনো কিছু পরিবর্তন করেন নি। তিনি গোয়েন্দাদের জানিয়েছেন, ওই বাক্সে আসলে কোনো কফি মেকার ছিল না। এ ছাড়া লাইট বাল্বগুলো অনেক দামি হওয়ায় তিনি তা ফেরত দিয়েছেন।
তবে তার বিরুদ্ধে বড় ধরনের চুরির অভিযোগ আনা হয়েছে। তাকে জেলে পাঠানো হয়। এর পরের দিনই তিনি জেল থেকে মুক্ত হন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর