× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

লালমোহনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাংলারজমিন

লালমোহন (ভোলা) প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার

 লালমোহনে খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি। গতকাল উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের নতুন বাজার এলাকার গাইট্টা খালের ওপর অবৈধভাবে নির্মিত তিনটি স্থাপনা গুঁড়িয়ে দেন ইউএনও। হাবিবুল হাসান রুমি জানান, নতুন বাজারের মজিবুল হক ও মনোয়ার হোসেন খালের ওপর অবৈধভাবে আরসিসি পিলার বসিয়ে স্থাপনা নির্মাণ শুরু করে। খবর পেয়ে এসব স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করি। পর্যায়ক্রমে উপজেলার সবগুলো খালের ওপর যেসব স্থাপনা রয়েছে সবগুলো উচ্ছেদ করা হবে। অভিযানকালে দখলদার মনোয়ার হোসেন প্রতিবন্ধী ও দরিদ্র হওয়ায় তাকে নগদ ১০ হাজার টাকা দিয়ে স্থানীয় মান্নান ডাক্তারের সহায়তায় আলাদা স্থানে দোকান ঘর নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি দেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় উপস্থিত ছিলেন, লালমোহন ভূমি অফিসের নাজির মো. আসাদুল ইসলাম রনি, লালমোহন ভূমি অফিসের সার্ভেয়ার এনামুল হক, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন উপ সহকারি ভূমি কর্মকর্তা আকবর হোসেন, লালমোহন থানার এসআই আব্দুল জলিলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর