× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপন ক্রীড়া বিষয়ক উপ কমিটির সভা অনুষ্ঠিত

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৮ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-কমিটির সভা ছিল গতকাল। আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন উপ-কমিটির প্রায় সবাই। জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এই সভা শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন,‘ আমরা প্রথম সভা করলাম। সকল ফেডারেশনই তাদের পরিকল্পনা আমাদের দিয়েছে। আমরা আরো ক’টি সভা করে এরপর একটি রূপরেখা দাঁড় করাব।’ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আজ মূলত ফেডারেশনগুলো কি করতে চায়, কবে করতে চায়  ও কত বাজেট এই তিনটি বিষয় কমিটি জেনেছে। সবগুলো খেলা যেন সুনির্দিষ্টভাবে আলাদা আলাদা সময় হয় এই বিষয়টি নিয়ে বাস্তবায়ন কমিটি কাজ করবে।’ ক্রিকেট বোর্ড সভাপতি বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর উদযাপন কমিটির অফিসের ভূয়সী প্রশংসা করেন। উদযাপন কমিটির আহ্বায়ক কামাল আবদুল নাসের চৌধরী বলেন,‘ আমরা ক্রীড়াঙ্গন, সংস্কৃতি সহ নানা অঙ্গনের বিষয়গুলো নিয়ে কাজ করছি। কিছু দিন পর একটা পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরতে পারব।
’ক্রিকেট বোর্ড সভাপতি কিছু দিন আগে বিশ্ব একাদশকে বাংলাদেশে আনার পরিকল্পনার কথা বললেও কাল এই বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলেননি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আর্জেন্টিনা ও মেসিকে আনার চিন্তাভাবনা করেছিলেন। কিন্তু এই বিষয়টি অনেকটা উড়িয়ে দিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, ‘মেসি তো একবার এসেছে। এবার অন্য কেউ আসুক।’ বঙ্গবন্ধু ছিলেন ফুটবলার। কিন্তু বঙ্গবন্ধুর জ্‌ন্মশতবার্ষিকী নিয়ে ফুটবল ফেডারেশনের কি পরিকল্পনা তা জানাতে পারেননি ফুটবল ফেডারেশনের এই সভাপতি।
গত পরশু ক্রিকেট বিশ্বকাপের দল ঘোষণা হয়েছে। দল ঘোষণা ও সম্ভাবনা নিয়ে পাপন বলেন,‘ আমাদের দলটি ভালো। খেলোয়াড়দের সক্ষমতাও রয়েছে। সমস্যা হলো ধারাবাহিকতা।’ ২০১৫ বিশ্বকাপে দুর্দান্ত খেলা তাসকিন এবার সুযোগ পাননি। তাসকিন প্রসঙ্গে বলেন, ‘তাসকিনের সঙ্গে আমি আজ (গতকাল) কথা বলেছি। এখনো এক মাস সময় রয়েছে। সব কিছুই ্‌আমাদের বিবেচনায় আছে।’ বাংলাদেশ দল সেমিফাইনালে উঠলে ভালো বোনাস থাকবে এমন ইঙ্গিত দিয়েছেন। তবে খারাপ করলেও তিরস্কার আছে সেটা হাসতে হাসতে বলেছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর