× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

এবার রোনালদোদের বিদায় করলো তারা

খেলা

স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার

মেসিদের জয়ের রাতে মলিন মুখে মাঠ ছাড়লেন ক্রিস্টিয়ানো রোনালদোরা। মঙ্গলবার আয়াক্স আমস্টারডামের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায় রোনালদোর দল জুভেন্টাস। নিজেদের আলিয়াঞ্জ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আয়াক্সের কাছে ২-১ গোলে হার দেখে ইতালিয়ান জায়ান্টরা। ১৯৯৬ সালে জুভেন্টাসের কাছেই ফাইনালে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল আয়াক্স। এবার প্রথম লেগে ড্র এবং ফিরতি লেগে জুভেন্টাসকে হারিয়ে ২৩ বছর পর সেই প্রতিশোধ নিলো ডাচ জায়ান্টরা। চলতি চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলো রাউন্ডে রোনালদোর সাবেক দল রিয়াল মাদ্রিদকে চমক দেখিয়েছিল আয়াক্স। নিজ মাঠে প্রথম লেগে গত তিনবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হার দেখেছিল তারা। কিন্তু মাদ্রিদের মাঠে ফিরতি লেগে ৪-১ গোলে জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আয়াক্সই।

চ্যাম্পিয়ন্স লীগের এক আসরে প্রথমবারের মতো ঘরের মাঠে দুই ম্যাচে হারের অভিজ্ঞতা হলো জুভেন্টাসের। এবারের গ্রুপ পর্বের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেও ২-১ গোলে হার দেখেছিল তুরিনের বুড়িরা। অন্যদিকে ১৯৯৭ সালের পর প্রথমবার সেমিফাইনালে উঠলো আসরের পাঁচবারের চ্যাম্পিয়ন আয়াক্স। চলতি চ্যাম্পিয়ন্স লীগে প্রতিপক্ষের মাঠে টানা তিন ম্যাচে জয় পেল আয়াক্স আমস্টারডাম। মঙ্গলবার ম্যাচের ২৮তম মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে এগিয়ে যায় জুভিরা। চ্যাম্পিয়ন্স লীগে টানা তিন ম্যাচে গোল পেলেন রোনালদো। আসরে এটি তার ষষ্ঠ গোল। চ্যাম্পিয়ন্স লীগে রেকর্ড ১২৬ গোলের মালিক রোনালদোই। ১১০ গোল নিয়ে তালিকার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি। ম্যাচের ৩৪তম মিনিটে হাকিম জিয়েখের গোলে সমতায় ফেরে আয়াক্স। ম্যাচের দ্বিতীয়ার্ধে ডাচ দলটি একের পর এক আক্রমণে কোণঠাসা করে রাখে জুভেন্টাসের রক্ষণভাগকে। দ্বিতীয়ার্ধে জু।ন্েটাসের গোলবারে ১০টি শট নেয় আয়াক্স তারকারা। ম্যাচের ৬৭ মিনিটে কর্নার থেকে পাওয়া সুযোগে হেডে গোল আদায় করেন আয়াক্স অধিনায়ক ম্যাথিয়াস ডি লিট। চ্যাম্পিয়ন্স লীগে সবচেয়ে কমবয়সী ডাচ ফুটবলার হিসেবে গোল পেলেন ডি লিট (১৯ বছর ২৪৬ দিন)। এর আগের রেকর্ডে ১৯৯৬ সালে গ্রিসের ক্লাব পানাথিনাইকোসের বিপক্ষে গোল পেয়েছিলেন আয়াক্সের ১৯ বছর ২৩৭ দিন বয়সী ডাচ ফুটবলার নর্দিন উটার। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫৫ গোল পেল ডাচ দল আয়াক্স আমস্টারডাম। এর আগে ২০০৯-১০ মৌসুমে  সমান ১৫৫ গোল পেয়েছিল দলটি।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর