× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

পাঁচ শীর্ষ প্রতিযোগীকে নিয়ে ‘গানের রাজা’র মহোৎসব আজ

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৯ এপ্রিল ২০১৯, শুক্রবার

বাংলাদেশকে সৃজনশীল সংগীতাঙ্গন উপহার দেয়ার লক্ষ্যে শিশুদের মনন বিকাশে ৬ মাস আগে শুরু হয়েছিল গানের উৎসবনির্ভর রিয়েলিটি শো ‘এসিআই এক্সট্রা ফান কেক-চ্যানেল আই গানের রাজা, পাওয়ার্ড বাই এসিআই পিওর স্পাইসেস’। সমগ্র বাংলাদেশ খুঁজে নানান পর্যায়ের গ্রুমিং এবং তালিমের প্রক্রিয়ায় ৪০টি সফল পর্বের সমপ্রচারের পর এ আয়োজনের আলো ঝলমল মহোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এ অনুষ্ঠানে অতিথি বিচারকের আসনে থাকবেন উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা। সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি মহোৎসবের একটি পারফরমেন্সে অংশ নিবেন। প্রতিযোগিতার প্রধান দুই বিচারক চ্যানেল আই সেরাকণ্ঠখ্যাত কোনাল ও ইমরান। এ মহোৎসবের মাধ্যমে বাংলাদেশ খুঁজে পাবে দেশসেরা গানের রাজা। মহোৎসবে থাকছে চিত্রনায়িকা পূর্ণিমা, পরিমনি, সংগীতশিল্পী এস আই টুটুল, তপন চৌধুরী, তপু, ডলি সায়ন্তনী এবং আগুনসহ জনপ্রিয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা। পাঁচ জন শীর্ষ প্রতিযোগী অংশ নিবে এ উৎসবে।
তারা হলো- ফাইরুজ লাবিবা (খুলনা), মেফতাহুর জান্নাত লরা (চাঁপাই নবাবগঞ্জ), মো. শফিকুল ইসলাম (নেত্রকোনা), পনি চামকা (রাঙ্গামাটি) এবং সিঁথি সরকার (ময়মনসিংহ)। লাক্স-চ্যানেল আই সুপারস্টার টয়া এবং শিশুশিল্পী সাহিরের উপস্থাপনায় মহোৎসব অনুষ্ঠানটি বিশ্বব্যাপী সরাসরি চ্যানেল আই-এর পর্দায় আজ রাত ৭টা ৩১ মিনিটে উপভোগ করবেন দর্শকরা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর