× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

সাবেক নির্বাচক ফারুক আহমেদের শঙ্কা / ‘আত্মবিশ্বাস হারাতে পারে বিশ্বকাপ দল’

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৯ এপ্রিল ২০১৯, শুক্রবার

২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ দল খেলেছিল কোয়ার্টার ফাইনালে।  সেবার জাতীয় দলের প্রধান নির্বাচক ছিলেন ফারুক আহমেদ। তবে এবার তিনি নেই। তারই সঙ্গে সহযোগী হিসেবে থাকা মিনহাজুল আবেদিন নান্নু এখন পালন করছেন প্রধান নির্বাচকের ভূমিকা। এরই মধ্যে ইংল্যান্ড বিশ্বকাপের জন্য ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের দল। তা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। কেমন হলো এবারের টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড তা নিয়ে পক্ষে-বিপক্ষে যুক্তির শেষ নেই। শুধু তাই নয়, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের একটি ঘোষণার কারণে এখনো ইংল্যান্ড বিশ্বকাপ দলকে চূড়ান্তও বলা যাচ্ছে না। পাপন বলেছেন, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেই আসল পরীক্ষা দিতে হবে  বিশ্বকাপের জন্য ঘোষিত দলকে।
সেখানে কেউ খারাপ করলে শেষ পর্যন্ত দল থেকে বাদও পড়তে পারেন। আর এখানেই আপত্তি সাবেক প্রধান নির্বাচকের। ফারুক মনে করেন এতে আত্মবিশ্বাস হারাবে দলের ক্রিকেটাররা। এ ছাড়াও দলের শক্তি ও দুর্বলতা নিয়ে কথা বলেন তিনি। তার কথোপকথনের মূল অংশ তুলে ধরা হলো-
দল খুব একটা খারাপ হয়নি
আমার মনে হয় দল ভালো হয়েছে। সম্ভাব্য সেরা প্লেয়ারদের মধ্যেই দল বানানো হয়েছে। বাংলাদেশ দলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যাতে বিশ্বকাপে ওরা ভালো খেলে। আমার মনে হয় টিমটা একদম খারাপ হয়নি। এখন বাকিটা হলো সবাই মাঠে গিয়ে পারফর্ম করা।
দূরদর্শিতার অভাব ভালো লাগেনি
ম্যানেজমেন্ট টিমটা নিয়ে একটু অনিশ্চয়তায় আছে। এটা আমার ভালো লাগেনি। আমি দেখেছি যে ২৩শে মে পর্যন্ত  স্কোয়াড পরিবর্তনের সময় আছে, এটা নিয়ে এখনো তারা চিন্তা করছে। এমন করে চিন্তা করলে এটা আসলে পুরো দলকে আত্মবিশ্বাস দিবে না। কারণ প্লেয়াররা এত বড় টুর্নামেন্ট খেলতে যাবে। আমরা সবাই জানি যে জুন-জুলাই এ বিশ্বকাপ হবে। এটার পরিকল্পনা আরো ছয়-সাত মাস আগে থেকেই হওয়া উচিত ছিল। আর বলা হয়েছে যে আয়ারল্যান্ডের পারফরর্মেন্সের পরে পরিবর্তন আসতে পারে দলে। এটা আমি আসলে খুব ভালোভাবে দেখি না। টিমের প্লেয়াররা আত্মবিশ্বাসহীনতায় ভুগবে। যদি ভালো না খেলি বাদ পড়ে যেতে পারি। এইসব না বলে যদি বলতাম, এটাই আমাদের সেরা দল, যারা ফর্মে নেই আশা করবো তারা ফর্মে ফিরে আসবে, তাহলে কিন্তু আত্মবিশ্বাসটা একটু ভালো হতো। এইদিক থেকে একটু দূরদর্শিতার অভাব মনে হয়েছে । বাকিটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এই টিমটা বর্তমান সময়ের সেরা দল হয়েছে।’
একজন লেগ স্পিনারের অভাব
একটা লেগ স্পিনার হলে খুব ভালো হতো, বৈচিত্র্য দিতে পারতো দলে। যেহেতু আমাদের লেগ স্পিনার নেই, সাকিব আল হাসানের সঙ্গে অফস্পিনার ও ৫-৭টা ব্যাটসম্যান আছে, কিছু কোর প্লেয়ার আছে টিমের মধ্যে। এমন প্লেয়ার আছে যাদের ৩টা বিশ্বকাপ খেলার মতো অভিজ্ঞতা আছে। আমি আশা করবো ভালো করবে।
সারপ্রাইজ হতে পারে রাহী
আমার মনে হয় রাহি ইজ অ্যা ভেরি গুড পিক। আমি মনে করি একটু সারপ্রাইজ অ্যালিমেন্ট থাকা ভালো। আমরা সবাই জানি যে সে এখনও ওয়ানডে খেলেনি। কমপক্ষে পাঁচ বছর ধরে ঘরোয়া পর্যায়ে ভালো পারফর্ম করেছে। কন্ডিশন তাকে হেল্প করবে আমি মনে করি। তার যেই ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞতা আছে এটা সাহায্য করবে তাকে। আন্তর্জাতিক ক্রিকেটে সবাই কিন্তু এখন সবাইকে ভালো ভাবে শর্ট আউট করে ফেলে, কে কি করে। রাহী আমাদের মনে হয় সারপ্রাইজ অ্যালিমেন্ট হতে পারে। আমি আশা করবো সে ভালো করবে।’
২০১৫ বিশ্বকাপ দল ভালো ছিল
আমার মনে হয় ২০১৫ বিশ্বকাপ দল খুব ভালো ছিল। সেটা আমরা প্রমাণ করেছি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলে। আমাদের রিসেন্ট পাস্টেও খুব ভালো অভিজ্ঞতা আছে, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছি ২০১৭ সালে। সেটাও যদি প্লেয়াররা মনে রাখে, সেইম কন্ডিশনে খেলা হয়েছে। সেটা বিবেচনা করলে আমার মনে হয় যদি সিনিয়ররা ভালো খেলে, তাহলে এবারো আমাদের ভালো কিছু করার সম্ভাবনা আছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর