× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

মমতার বায়োপিক নিয়ে বিতর্ক

ভারত

কলকাতা প্রতিনিধি
(৫ বছর আগে) এপ্রিল ১৯, ২০১৯, শুক্রবার, ৩:১৯ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক নিয়ে রাজ্য রাজনীতিতে প্রবল বিতর্ক তৈরি হয়েছে। ছবির পরিচালক অবশ্য ছবিটিকে মমতার বায়োপিক বা জীবনী চিত্র বলে মানতে চান নি। ছবিতে কোথাও মমতার নাম নেই। ছবির নাম ’বাঘিনী’। ক্যাচলাইন, ‘বেঙ্গল টাইগ্রেস’। ছবিটি নির্বাচনের মধ্যেই আগামী ৩ মে মুক্তি পাওয়ার কথা। ছবিটি ইতিমধ্যেই সেনসরের ছাড়পত্র পেয়েছে।  কিন্তু রাজ্যের বিরোধী রাজনীতিবিদরা মনে করছেন, নামে কিছু যায় আসে না। ছবিটি আসলে মমতার জীবনীচিত্রই।
আর তাই নির্বাচনের সময় এই ছবির মুক্তি আটকাতে বিরোধীরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। ছবির পরিচালক বলেচেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরাগী। দিদির অনুপ্রেরণা আমার ছবিতে কাজ করেছে। দিদি শব্দটিও ছবিতে ব্যবহৃত হয়েছে। কিন্তু এটা ওঁর প্রামাণ্য জীবনীচিত্র নয়। আমি তা তৈরিও করিনি। বিরোধীরা অবশ্য বলেছেন, ছবির চরিত্রটি আসলেই মমতার অনুকরণে তৈরি। সেইসঙ্গে মমতার উত্থানের প্রেক্ষাপটও হুবহু তুলে ধরা হযেছে। ছবিটি নিয়ে প্রথমে সিপিআইএম নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে।

বিজেপিও  রাজ্য নির্বাচনী প্রধানের কাছে চিঠি লিখে অভিযোগ করেছে, এই ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনভিত্তিক। তাই নির্বাচনের সময় তা মুক্তি পাওয়া উচিত নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনভিত্তিক ছবি মুক্তির ক্ষেত্রে কমিশন যেমন সিদ্ধান্ত নিয়েছে, এ ক্ষেত্রেও তা-ই করা হোক। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন বলে জানা গেছে। তবে সঙশিলষ্ট সকলেই জানিয়েছেন, ছবিটিতে মমতার ছায়া পুরোপুরি তুলে ধরা হয়েছে। যদিও ছবির কেন্দ্রীয় চরিত্রের নাম ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি সাদা জমিনের তাঁতের শাড়ি এবং হাওয়াই চটি পরেন। কাঁধে ঝোলা নেন। মাথায় হাতখোঁপা বাঁধেন। বিপন্ন মানুষের পাশে দাঁড়ান। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তাঁকে মাথায় লাঠি খেতে হয়। এক নির্যাতিতা মহিলাকে নিয়ে ক্ষমতার অলিন্দে যাওয়ার জন্য পুলিশ তাঁকে জোর করে সেখান থেকে বের করে দেওয়ার পরে ‘বাঘিনী’ আঙুল তুলে জানিয়ে আসেন, এক দিন কিন্তু আমি মাথা উঁচু করে এখানে ঢুকব। আপনারা সে দিন মাথা নিচু করে আমাকে স্যালুট জানাবেন। সিঙ্গুর, নন্দীগ্রাসের কথা না থাকলেও জমি আন্দোলনের কথা রয়েছে। রয়েছে ২১ জুলাইয়ের গুলি চালনার ঘটনাও। ছবির সেই বাঘিনী উপসংহারে নির্বাচনে জিতেছেন দেখানো হলেও সরাসরি মুখ্যমন্ত্রীর চেয়ারে তাঁকে দেখানো হয়নি। আরও মজার বিষয় হল মমতার চরিত্রে অভিনয় করে যাত্রায় পরিচিত হয়ে ওঠা রুমা চক্রবর্তীই ছবিতে ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর