× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

যুক্তরাজ্যের ২৬টি প্রেক্ষাগৃহে ‘সংগ্রাম’

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৯ এপ্রিল ২০১৯, শুক্রবার

প্রায় পাঁচ বছর আগে বাংলাদেশে মুক্তি পেয়েছিল লন্ডন প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত পরিচালক মুনসুর আলীর চলচ্চিত্র ‘সংগ্রাম’। এবার এ ছবিটি মুক্তি পেলো যুক্তরাজ্যের ২৬টি প্রেক্ষাগৃহে। এদিকে মুক্তি উপলক্ষে গত ১৭ই এপ্রিল লন্ডনের বিখ্যাত টেমস নদীর তীরে চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনী হয়েছ। যেখানে প্রবাসী বাংলাদেশি ছাড়াও  দেশটির বেশ কিছু কর্মকর্তা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন ছবির নায়িকা দিলরুবা ইয়াসমীন রুহী ও আমান রেজাসহ সংশ্লিষ্ট অনেকে।

যুক্তরাজ্য প্রবাসীদের মতে, এর মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম কোনও চলচ্চিত্র হিসেবে দেশটির মূলধারায় মুক্তি পেলো ‘সংগ্রাম’। রুহী জানান, ‘বার্মিংহাম, ম্যানচেস্টার ও লন্ডনসহ ২৬টি প্রেক্ষাগৃহে ছবিটি  দেখতে পারবেন দর্শকরা। আমি বলবো, এটি এমন একটি চলচ্চিত্র, যা দেখে কেউ হতাশ হবেন না।
নির্মাতা মুনসুর আলী বলেন, ছবির মূল চরিত্র করিম উদ্দিনের জন্ম ব্রিটিশ পিরিয়ডে। তিনি ৪৭-এর  দেশভাগে হন পাকিস্তানি। একাত্তরের মহান যুদ্ধে তরুণ করিম নিজ ভূমি বাংলাদেশের জন্য লড়াই করেন। যুদ্ধের পর আবার ফিরে আসেন ব্রিটেনে। আরও জানা যায়, ‘সংগ্রাম’ ছবির পটভূমি গড়ে উঠেছে ১৯৭১ সালকে ঘিরে। এ ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেন আমান রেজা ও রুহী। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন বলিউডের প্রখ্যাত অভিনেতা অনুপম খের। আরও আছেন মুরাদ, সুব্রত, অনন্ত হীরাসহ অনেকে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর