× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

চিরকুমারী স্বাগতা-ঈশানা!

বিনোদন

স্টাফ রিপোর্টার
২৮ এপ্রিল ২০১৯, রবিবার

চিরকুমারী অভিনেত্রী স্বাগতা-ঈশানা। এরইমধ্যে তারা ‘চিরকুমারী সংঘ’ নামে একটি সংগঠন চালু করেছেন। যে সকল নারী বিয়ে করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে তারাই এই সংঘের সদস্য। কিন্তু ‘চিরকুমারী সংঘ’র সব কুমারী কি প্রেম-ভালোবাসা থেকে নিজেকে আড়াল করতে পারেন?  এমনকি ঈশানা ও স্বাগতাও কি প্রেম-বিয়ে না করে থাকতে পারবেন? এমন মজার গল্পে নির্মাণ হচ্ছে ধারাবাহিক নাটক ‘চিরকুমারী সংঘ’। ধারাবাহিকটি যৌথভাবে নির্মাণ করছেন দুই পরিচালক ভূবন ও রেফাত। সম্প্রতি নাটকটির ১৩ পর্ব দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে বলে জানান তারা। নাটকটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন প্রাণ রায়, সাব্বির আহমেদ, সাদেক বাচ্চু, রেবেকা, সোহান খান, পায়েলসহ অনেকে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে স্বাগতা বলেন, আমার কাছে গল্পটা বেশ ভালো লেগেছে।
এই নাটকে দর্শকদের জোর করে হাসানোর কিছু নেই। গল্পের প্রযোজনে দর্শক হাসির অনেক উপাদান পাবে।  ইশানা বলেন, গল্প ভালো হলে কাজ করে ভীষণ ভালো লাগে। আমিও চেষ্টা করি একটু ভিন্ন রকমের গল্পে অভিনয় করতে। এই ধারাবাহিকটি দর্শকের ভালো লাগবে, বলতে পারি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর