× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

মেয়র সাঈদ খোকনের ‘চার বছরে ফিরে দেখা’

শেষের পাতা

স্টাফ রিপোর্টার
১৮ মে ২০১৯, শনিবার

চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে উন্নয়ন ফিরিস্তি তুলে ধরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, আমি যখন দায়িত্বভার গ্রহণ করেছিলাম তখন শূন্য তহবিল, খানাখন্দে ভরা বেহাল রাস্তাঘাট, আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়া এবং নষ্ট-অকেজো সড়কবাতির কারণে অন্ধকারে ডুবে থাকা অবস্থায় ছিল নগরী। এখন নগরীতে উন্নয়নের ছোঁয়া দৃশ্যমান। গতকাল রাজধানী ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ডিএসসিসি মেয়র হিসেবে চার বছর পূর্তি উপলক্ষে চার বছরে ফিরে দেখা শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব উন্নয়নের চিত্র তুলে ধরেন ।

মেয়র ব?লেন, উন্নয়ন সম্পর্কে জানাতে গেলে বলতে হয়, এলইডি বাতি স্থাপন তথা অপর্যাপ্ত এবং অকেজো সড়ক বাতি পরিবর্তন করে বিগত চার বছরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আধুনিক প্রযুক্তির ৪১১৩৩টি এলইডি সড়ক বাতি স্থাপন করা হয়েছে। ফলে নাগরিকরা নিরাপদে চলাফেরা করতে পারছে। নবগঠিত ১৮টি ওয়ার্ডে ১৫০০০টি এলইডি বাতি স্থাপনের কাজ চলছে বলেও তিনি জানান। এছাড়া রাস্তা, নর্দমা, ফুটপাথ উন্নয়ন ও সংস্কার-সরকার ও করপোরেশনের নিজস্ব অর্থায়নে ৬৬৯ দশমিক ৯১ কিলোমিটার রাস্তা, ৬৩১ দশমিক ৭০ কিলোমিটার নর্দমা, ১৩৩ দশমিক ১৬ কিলোমিটার ফুটপাথ নির্মাণ ও সংস্কার করা হয়েছে। বর্তমানে আরো প্রায় ৬০০ কিলোমিটার রাস্তা, ৫০০ কিলোমিটার নর্দমা এবং ১০০ কিলোমিটার ফুটপাথ নির্মাণ ও সংস্কারের কাজ চলমান রয়েছে।

তিনি জানান, দয়াগঞ্জে নির্মিত আধুনিক পরিচ্ছন্নকর্মী নিবাস উদ্বোধন করা হয়েছে। ধলপুর, লালবাগ ও গণকটুলিতে ছয়তলাবিশিষ্ট ৬টি নিবাস নির্মাণ করা হয়েছে।
আরো ৬টির কাজ চলমান রয়েছে। শান্তিনগর, নাজিমউদ্দিন রোড, গণকটুলী এবং বংশাল এলাকায় প্রায় চার যুগের জলাবদ্ধতা সমস্যা নিরসন হয়েছে। নগরীর সার্বিক জলাবদ্ধতা নিরসনে প্রকল্প গ্রহণসহ ৪৯৭ কিলোমিটার উন্মুক্ত নর্দমা এবং ৫৩৭ কিলোমিটার পাইপ ড্রেনের আবর্জনা অপসারণ করা হয়েছে। জেট এন্ড সাকার মেশিনের মাধ্যমে ড্রেনে জমাটবদ্ধ হয়ে থাকা আর্বজনা অপসারণ করা হচ্ছে।

ডিএসসিসিতে যুক্ত হওয়া নতুন ৮টি ইউনিয়নের উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে মেয়র খোকন বলেন,  ৭৭৪ কোটি টাকা ব্যয়ে শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল, সারুলিয়া এলাকার ১৬৭ দশমিক ৮৮ কিলোমিটার রাস্তা, ৮ দশমিক ৮১ কিলোমিটার ফুটপাথ ও ১৭১ দশমিক ৬৫ কিলোমিটার নর্দমা নির্মাণের কাজ শেষ পর্যায়ে। এ প্রকল্পের ৮৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বাকী কাজ সমাপ্ত হবে। এছাড়া ৫১৫ দশমিক ৫৫ কোটি টাকা ব্যয়ে মান্ডা, ডেমরা, নাসিরাবাদ ও দক্ষিণগাঁও ইউনিয়নের জন্য ৮১ দশমিক ৩৬ কিলোমিটার রাস্তা, ৬১ দশমিক ৭৯ কিলোমিটার নর্দমা, ৭ দশমিক ৯৫ কিলোমিটার ফুটপাথ, ১২টি আরসিসি ব্রিজ, ৩৮৩ মিটার এপ্রোচ রোড নির্মাণ ও সংস্কারের কাজ চলমান রয়েছে।

খেলার মাঠ-পার্ক উন্নয়ন সম্পর্কে ডিএসসিসি মেয়র বলেন, ্তুজলসবুজে ঢাকা্থ প্রকল্পের মাধ্যমে পার্ক এবং খেলার মাঠগুলো বিশ্বমানে উন্নীত করার কাজ চলছে। বেশীর ভাগ খেলার মাঠ ও পার্কের উন্নয়ন কাজ শেষ। উদ্বোধনের অপেক্ষাধীন রয়েছে। ১৯টি পার্কের মধ্যে শহীদ বুদ্ধিজীবী আবদুল খালেক সরদার পার্কের নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। সিরাজ-উদ-দৌলা পার্ক এবং গুলিস্থান পার্কের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। ১২টি খেলার মাঠের মধ্যে শহীদ আব্দুল আলীম খেলার মাঠের নির্মাণ কাজ শেষ হয়েছে। অন্যান্য খেলার মাঠ ও পার্কগুলোর উন্নয়ন কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। বাসরুট রেশনালাইজেশন সম্পর্কে মেয়র বলেন, নগরীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের নেতৃত্বে গঠিত কমিটি সমস্যা সমাধানে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। নগর পরিবহনগুলো ৬টি কোম্পানীর আওতায় এনে ২২টি রুটে পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ লক্ষ্যে কাজ করা হচ্ছে।

এছাড়া ধানমন্ডি-নিউমার্কেট-আজিমপুর, এয়ারপোর্ট-মতিঝিলসহ কয়েকটি রুটে চক্রাকার বাস সার্ভিস চালু করা হয়েছে। চালকদের দক্ষ করার লক্ষ্যে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চালক, পথচারীদের সার্বিক সচেতনতা বৃদ্ধি করে আইন মোতাবেক সড়কে চলার বিষয়ে শিক্ষার্থীসহ নাগরিকবৃন্দের সাথে মতবিনিময় করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী আবদুল মান্নান, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. জাহিদ হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জেনারেল ডা. মো. শরীফ আহমেদ, সচিব মোস্তফা কামাল মজুমদার, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, ডিএসসিসির কর্মকর্তা ও কাউন্সিলরসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর