× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

সারাদেশে কালবৈশাখী ঝড়ে নিহত ৮

অনলাইন

অনলাইন ডেস্ক
(৪ বছর আগে) মে ১৮, ২০১৯, শনিবার, ১:৪৯ পূর্বাহ্ন

রাজধানীসহ সারাদেরেশ কালবৈশাখী ঝড়ের কবলে এবং এবং বজ্রপাতে অন্তত: ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সময়ে ঝড়ে ঘরবাড়ি ও ফসলের ক্ষয়ক্ষতিসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ঢাকায় চার জন, চাঁপাইনবাবগঞ্জ সদরে দুই জন, নওগাঁর পোরশায় দুই জন ও বগুড়া সদরে একজন।

শুক্রবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের কারণে রাজধানী উত্তর বাড্ডায় একটি ভবনের দেয়াল ধসে দুই জন ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অস্থায়ী প্যান্ডেল ভেঙে একজন নিহত হয়েছেন। আহত অন্তত ২০ জন।

বাড্ডা থানার এসআই গোলাম মোস্তফা বলেন, উত্তর বাড্ডার প্রাণ আরএফএল সেন্টারের পাশে অস্থায়ী পার্কিংয়ের দেয়াল ধসে বুলবুল বিশ্বাস (২৮) ও তপন (২৭) নামে দুজনের মৃত্যু হয়।
এদিকে ইফতারের পরে ঝড়ের কবলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অস্থায়ী প্যান্ডেল ভেঙে শফিকুল ইসলাম (৩৬) নামে একজন নিহত হন। এছাড়া আহত অন্তত ২০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরিকুল ইসলাম জানান, শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে তার ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় ঝড়ের মধ্যে বজ্রপাতে দুই জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের হজরত আলীর ছেলে রেজাউল হোসেন (৪০) ও মোতালেব হোসেনের ছেলে মো. মুসা (৩৫)। আহত হজরত আলীকে (৬০) চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চেয়ারম্যান তরিকুল বলেন, বিকালে কৃষি শ্রমিকরা ধানের জমিতে কাজ করছিলেন। হঠাৎ ঝড় শুরু হলে বজ্রপাতে রেজাউল ও মুসা  ঘটনাস্থলেই মারা যায়।

নওগাঁর জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, শুক্রবার বিকালে নওগাঁর পোরশা উপজেলায় ঝড়বৃষ্টির সময় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন- উপজেলার গানইর গ্রামের আহাদ আলীর ছেলে শফিনুর ইসলাম (৩২) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঠালিপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে হাসান আলী (৩৫)। জেলা প্রশাসক বলেন, বিকাল সাড়ে ৪টা থেকে আধা ঘণ্টা ধরে পোরশা, সাপাহার, মান্দা, রাণীনগর, আত্রাই, বদলগাছী ও সদর উপজেলার ওপর দিয়ে প্রবলবেগে ঝড় বয়ে যায়। বজ্রপাত হলে মাঠে থাকা ধান কাটা শ্রমিক শফিনুর ও হাসান নিহত হন।

বগুড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বজলুর রশিদ জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরতলীর রাজাপুরের শ্যামবাড়িয়ায় ধানবোঝাই একটি ট্রাক ঝড়ের কবলে পড়ে। একটি গাছ ভেঙে ট্রাকের ওপর পড়লে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। নিহত শহীদুল শহরের বাসিন্দা। তিনি পেশায় ট্রাকের হেলপার। তাৎক্ষণিকভাবে তার বাবার নাম জানা যায়নি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর