× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ক্ষতিপূরণের টাকা পেলো ৫১ কৃষক

বাংলারজমিন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
১৯ মে ২০১৯, রবিবার

টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার বিষাক্ত গ্যাসে ধান ঝলসে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ৫১ কৃষককে ক্ষতিপূরণ হিসেবে মোট ৩ লাখ ৩২ হাজার ৯ শ’ ৫০ টাকা প্রদান করেছে উপজেলার বহুরিয়া ইউনিয়নস্থ সংশ্লিষ্ট এএনবি ইটভাটা মালিক কর্তৃপক্ষ। শনিবার (১৮ই মে) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান।
এর আগে গত ২রা মে দৈনিক মানবজমিন পত্রিকায় ‘ভাটার আগুনে ঝলসে গেছে ধানক্ষেত’ শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশের পর ৫ই মে বহুরিয়া ইউনিয়ন পরিষদে ভাটা মালিক পক্ষ, ক্ষতিগ্রস্ত কৃষক, চেয়ারম্যান, কৃষি উপ-সহকারীসহ স্থানীয় অন্যান্যের সমন্বয়ে কৃষকদের ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়। এতে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. তোফায়েল হোসেন কর্তৃক ক্ষতিগ্রস্ত কৃষি জমি চিহ্নিতকরণ, ক্ষতিগ্রস্ত কৃষকদের নামের তালিকা তৈরি ও ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়। ক্ষতিগ্রস্ত কৃষক তারা মিয়া তার প্রায় ১০০ শতাংশ ক্ষতিগ্রস্ত ধান ক্ষেতের বিপরীতে ৩৬ হাজার ৪ শ’ টাকা পেয়েছেন বলে জানান। এছাড়াও শতাংশ প্রতি ৩৯০ টাকা হারে ক্ষতিগ্রস্ত কৃষক বাছেদ মিয়া, হাবেজ উদ্দিন, আওলাদ হোসেনসহ বাকি অন্যান্যরাও টাকা পেয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। উল্লেখ্য যে, গত ২৮শে এপ্রিল উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামে অবস্থিত এএনবি ইটভাটার ছেড়ে দেয়া বিষাক্ত গ্যাসের তাপে নিকটস্থ প্রায় ১৬ একর জমির ধানক্ষেতের ধান ঝলসে যায়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর