× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

নারায়ণগঞ্জে ৫ ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
১৯ মে ২০১৯, রবিবার

 নারায়ণগঞ্জে ভুয়া ডিবি পরিচয়দানকারী ২ নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত শুক্রবার দিনগত গভীর রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী উত্তরপাড়া কবরস্তান এলাকার রমিজউদ্দিন ভিলার ৩য় তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ডিবি পুলিশের ভিজিটিং কার্ড, ডিবি লেখা জ্যাকেট ও পুলিশের ইউনিফর্ম উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিবির এস আই জলিল মাদবর। গ্রেপ্তারকৃতদের মধ্যে জাহাঙ্গীর হোসেন পায়েল (৩৫) নারায়ণগঞ্জ হাজীগঞ্জ এম সার্কেস এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে, মো. সাইফ আহম্মেদ (২৭) শহরের জিমখানা এলাকার মোহাম্মদ আলীর ছেলে, মো. সুমন আহম্মেদ শহীদ নগর এলাকার শুকুর সরদারের ছেলে, সাথী (২৫) কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকার মো. হানিফের মেয়ে ও নাজমা আক্তার (২৬) নেত্রকোনা জেলার কাটলি এলাকার মুনসুর আলীর মেয়ে। ডিবির উপ-পরিদর্শক (এসআই) জলিল মাদবর আরো জানান, সংঘবন্ধ একটি চক্র ডিবি পুলিশ পরিচয় দিয়ে জেলার বিভিন্নস্থানে চাঁদাবাজি করতো। শুক্রবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চক্রটি পাঠাতলী উত্তরপাড়া কবরস্থান এলাকার রমিজউদ্দিন ভিলার ৩য় তলায় বসে চাঁদাবাজি করার পরিকল্পনা করেছে। এসময় উক্ত বাসায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তাদের কাছে ডিবি পুলিশের ভিজিটিং কার্ড, ডিবি লেখা জ্যাকেট ও পুলিশ ইউনিফর্ম উদ্ধার করা হয়।


অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর