× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

ধানের ন্যায্যমূল্যের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন

বাংলারজমিন

নেত্রকোনা প্রতিনিধি
১৯ মে ২০১৯, রবিবার

কৃষকের উৎপাদিত পণ্য ধানের ন্যায্যমূল্যের দাবিতে হাতে ধান নিয়ে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ঐক্য ন্যাপ জেলা কমিটির উদ্যোগে শুক্রবার বিকালে জেলা শহরের মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট ভবনের সামনের সড়কে এ মানববন্ধন পালন করা হয়। ‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ এই স্লোগানে মানববন্ধনে নেতাকর্মীরা জমির পাকা ধান হাতে নিয়ে অংশ নেন। এ সময় বিভিন্ন সামজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারাও এই কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন। বেলা সাড়ে চারটা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- ঐক্য ন্যাপের প্রেসিডিয়াম সদস্য অলিজা হাসান, জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল কদ্দুস, সম্পাদক আবু জাহিদ, ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান প্রমুখ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর