× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত /মোদিই ফের সরকার গঠন করতে চলেছেন

ভারত

পরিতোষ পাল, কলকাতা থেকে
(৪ বছর আগে) মে ১৯, ২০১৯, রবিবার, ৯:৫২ পূর্বাহ্ন

ভারতে লোকসভা নির্বাচন রবিবার শেষ হয়েছে। এবার অপেক্ষা আগামী ২৩ মে নির্বাচন ফল ঘোষণার জন্য। তবে এই ফল ঘোষণার আগেই বুথফেরত সমীক্ষায় একটা ইঙ্গিত দেওয়া হয়েছে কে বসবে দিল্লিতে প্রধানমন্ত্রীর কুর্সিতে।  বুথফেরত সমীক্ষা যে সবসময় মিলে যায় তা নয়। আবার অনেকটা সঠিক ইঙ্গিত দেওয়ার ক্ষেত্রে বুথ ফেরত সমীক্ষা আশ্চর্যজনকভাবে সফল হয়েছে এমন নজিরও রয়েছে। সেফোলজিস্টরা অবশ্য এই সমীক্ষাকে চর্চ্চা বলেই ধরার কথা বলেছেন। ভারতের লোকসভার মোট ৫৪৩টি আসনের মধ্যে ৫৪২টি আসনে ভোট হয়েছে। ১টিতে ভোট হয়নি। সরকার গঠনের জন্য ম্যাজিক নাম্বার হচ্ছে ২৭২।


রবিবার ভোট গ্রহণের শেষে ভারতের বিভিন্ন জাতীয় টিভি চ্যানেল বিভিন্ন সমীক্ষক সংস্থাকে দিয়ে যে সমীক্ষা করিয়েছেন তার অধিকাংশতেই  বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ-র জয় নিশ্চিত করেছে। বিরোধী ও আঞ্চলিক দলগুলি যে আত্মপ্রত্যয় নিয়ে বিজেপিকে সরকার গঠনে বিশেষ সুবিধা না দেওয়ার জন্য যে সূত্র তৈরির কাজ শুরু করেছে তা এই বুথফেরত সমীক্ষা প্রকাশের পর অনেকটাই হতাশ করবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। পর্যবেক্ষকদের মতে, এবার ভারতে মোদির পক্ষে প্রবল হাওয়া না থাকা সত্ত্বেও মানুষ মোদির প্রতিই আস্থা জানিয়েছে।  টাইমস নাও-ভিএমআর-র সমীক্ষা অনুযায়ী বিজেপির নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে ৩০৬টি আসন। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ পেতে পারে ১৩২টি আসন এবং অন্যান্যরা পেতে পারে ১০৪টি আসন। এনডিটিভির সমীক্ষা অনুযায়ী এনডিএ পেতে পারে ৩০৩টি আসন। ইউপিএ ১২৬ এবং অন্যান্যরা পেতে পারে ১১৩টি আসন। অন্যদিকে রিপাবলিক টিভি-সি ভোটারের  সমীক্ষাতেও বলা হয়েছে এনডিএ ২৮৭ আসন পাবে। অন্যদিকে ইউপিএ পাবে ১২৮ টি এবং অন্যান্যরা পাবে ১২৭টি আসন।

নিউ নেশনের সমীক্ষা অনুযায়ী এনডিএ পেতে পারে ২৮০-২৯০টি আসন, ইউপিএ পেতে পারে ১১৮-১২৬ এবং অন্যান্যরা পেতে পারে ১৩০-১৩৮টি আসন।  একমাত্র এবিপি আনন্দ- নিয়েলসেনের সমীক্ষাতেই এনডিএ ২৬৭টি আসন পেতে পারে বলে বলা হয়েছে। অর্থাৎ ম্যাজিক নাম্বার ২৭২ থেকে এনডিএ ৫ আসন পিছিয়ে থাকছে। আর ইউপিএ পেতে পারে ১২৭টি আসন এবং অন্যান্যরা ১৪৮টি আসন।  বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে মোদির রাজ্যে ভাল ফল করছে বিজেপি। গুজরাতে বিজেপির ২৫ থেকে ২৬টি আসন পাওয়ার সম্ভাবনা। অন্যদিকে, যে মধ্যপ্রদেশে সদ্য কংগ্রেস ক্ষমতায় এসেছে, সেখানেও বেশির ভাগ আসন পেতে পারে বিজেপি। আসাম থেকেই বিজেপি-অগপ জোট ৭টি আসন পেতে পারে। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল বড় ধাক্কা খেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। দিল্লিতে ৭টির মধ্যে ৭টিতেই বিজেপির জয় নিশ্চিত করেছে বিভিন্ন সমীক্ষায়। একমাত্র উত্তরপ্রদেশেই এসপি-বিএসপি-আরএলডি মহাজোটের কাছে বিজেপিতে হার স্বীকার করতে হচ্ছে। তবে যতটা খারাপ ফরা হবে ভাবা গিয়েছিল তা হচ্ছে না বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে সমীক্ষা থেকে। নিয়েলসেনের সমীক্ষা অনুয়ায়ী উত্তরপ্রদেশে এনডিএ জোট পেতে পারে ২২টি আসন।

তবে মহাজোট পেতে পারে ৫৬টি আসন। কংগ্রেস প্রিয়াঙ্কাকে মাঠে নামিয়েও ২টির বেশি আসন পাচ্ছে না বলেই ইঙ্গিত পাওয়া গিয়েছে। উল্লেখ্য, গত বারে বিজেপি একাই নিরঙ্কুশ সংখ্যগরিষ্ঠতা পেয়েছিল। বিজেপি পেয়েছিল ২৮২টি আসন। আর এনডিএ জোট পেয়েছিল ৩৩৬টি আসন। অন্যদিকে গতবার ইউপিএ জোট পেয়েছিল মাত্র ৬০টি আসন। অন্যান্যরা ১৪৭টি আসন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর