× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

‘২৫০ রানও বিশ্বকাপে যথেষ্ট’

খেলা

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০১৯, শনিবার

গত বিশ্বকাপের পর এখন পর্যন্ত ইংল্যান্ডে ৫৭ ওয়ানডে খেলা হয়েছে। এর মধ্যে ১৮ ম্যাচে ৩০০- এর বেশি রান তাড়া করে জেতার ঘটনা ঘটেছে। সেই ইংল্যান্ডেই বসছে এবারের ওয়ানডে বিশ্বকাপ আসর। ব্যাটিং নিয়ে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের দুশ্চিন্তার শেষ নেই যেন! তবে একটু ব্যতিক্রম বিরাট কোহলি। ভারত দলের অধিনায়ক মনে করেন, ২৫০ রান করেও জেতা যাবে বিশ্বকাপে।
সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে এক ম্যাচে ৩৫৮ ও আরেক ম্যাচে ৩৪০ রান করেও হেরেছে পাকিস্তান। পাকিস্তানকে উড়িয়ে ইংলিশরা তো ঘোষণাই দিয়েছে, এবারের বিশ্বকাপে ৫০০ রানের মাইলফলক ছুঁবে তারা। গত বছরই ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮১ রান তুলে সর্বোচ্চ দলীয় সংগ্রহের নতুন রেকর্ড গড়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মার্ক ওয়াহ মনে করেন এটি অসম্ভব কিছু নয়।
তবে বিশ্বকাপ আসরে মানসিক চাপের কারণে রান আরো কম হবে বলে মনে করেন কোহলি। তিনি বলেন, দেশেও এ প্রশ্নের উত্তরে বলেছি, বিশ্বকাপে ২৬০-২৭০ রান তাড়া করাও ৩৭০/৮০ রান তাড়া করার মতোই কঠিন। টুর্নামেন্টের শেষ ভাগে হাই-স্কোরিং ম্যাচ খুব বেশি হবে না। হ্যাঁ, প্রথমদিকে হয়তো কিছু ম্যাচে দেখা যাবে রান। কিন্তু পরে ২৫০ রানও ডিফেন্ড করবে দলগুলো। বিশ্বকাপ এতটাই চাপ থাকে খেলায়। প্রথম ম্যাচের আগে উত্তেজনার সঙ্গে হালকা মানসিক চাপও থাকবে। একবার শুরু হলেই সব দল বুঝতে পারবে কোন পথে চলতে হবে। এবং কী নিয়ে কাজ করতে হবে। কয়েক ম্যাচ যাওয়ার পরই সবই সাবধানী হয়ে ইনিংস গড়ায় মন দেবে এবং পরে সুযোগ নেয়ার চেষ্টা করবে।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর