× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

‘আগ্রাসী’ রশিদ খানকে পছন্দ কোহলির

খেলা

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০১৯, শনিবার

আন্তর্জাতিক ক্রিকেটে রশিদ খান নিজেকে প্রমাণ করেছেন আরো আগেই। তার ভয়ঙ্কার ঘূর্ণিতে কুপোকাত হয়েছেন বিশ্বসেরা ব্যাটসম্যানরা। সে কথাই আবার মনে করিয়ে দিলেন ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি। বৃহস্পতিবার আইসিসির অধিনায়কদের সংবাদ সম্মেলনে রশিদ খানকে নিয়ে কোহলি বলেন, ‘আমি ওকে (রশিদ খান) তিন বছর ধরে আইপিএলে বল করতে দেখছি। এবারই প্রথম আমি ওকে খেলেনি। এটা দুর্ভাগ্যজনক কারণ রশিদও বলেছে, ও আমার বিপক্ষে বল করার অপেক্ষায় ছিল। আমি ওর বিপক্ষে ব্যাট করতে মুখিয়ে ছিলাম। তিন বছরে এই প্রথম আমি বাইরে বসে ওর কোন বল কেমন হবে সেটা বলার চেষ্টা করেছি।
১০ বারের মধ্যে নয়বার সঠিক বলতে পেরেছি। তিন বছরে এই প্রথম! সে এতটাই ভালো।’ এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দুই ইনিংসে রশিদ খান বোলিংয়ে আসার আগেই উইকেট খোয়ান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটসম্যান কোহলি। ভারত দলের অধিনায়ক কোহলি বলেন, ‘সে অসাধারণ। তার স্কিল সেট দারুণ। ওর বলের গতিটাই ওকে আলাদা করে দেয়। ওর ভেরিয়েশনও খুব সূক্ষ্ম। সে বল বোঝার জন্য সময়ই দেয় না। ফ্লাইট বলও  ব্যাটে এতো দ্রুত আসে, কিছু বুঝে ওঠার আগেই প্যাডের ফাঁক দিয়ে বল চলে যায়।’ খেলার মাঠে রশিদ খানের আগ্রাসীভাব ভালো লাগে বিরাট কোহলির। মাঠে সবসময় কোহলির মতোই আগ্রাসী মনোভাব নিয়ে খেলেন রশিদ খান। কোহলি বলেন, ‘ওর মধ্যে ফাস্ট বোলারের মতো আগ্রাসী মনোভাবটা আছে। একজন স্পিনারের মধ্যে এটা খুবই কম দেখা যায়। আমি প্রতিদ্বন্দ্বী মনোভাবের লোক পছন্দ করি। এবং ওর আচরণ আমার দারুণ লাগে। ওর জন্য শুভকামনা।’
‘আফগানিস্তান কাগুজে বাঘ নয়’
অন্যদিকে এবারের বিশ্বকাপে আফগানিস্তানের ভয়ঙ্কর রূপ দেখবেন বলে জানিয়ে রাখলেন বিশ্বসেরা লেগ স্পিনার রশিদ খান। ২০ বছর বয়সী এই তারকা সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের দক্ষতা আছে, সবকিছুই আছে। বিশ্বকে দেখিয়ে দেয়া দরকার, আমরা শুধু কাগজে-কলমেই ভালো দল নই।’ ২০১৫তে প্রথমবার বিশ্বকাপে অংশ নেয় আফগানিস্তান। সে আসরে গ্রুপপর্বে থেকেই বিদায় নেয় আফগানরা। তবে এবার আফগানরা বড় দলগুলোকে হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে- বলেন রশিদ খান। তিনি বলেন, ‘এর আগে আমরা চাপের মুহূর্তে ভালো করতে পারিনি। কিন্তু বিশ্বকাপ মানেই বড় দলগুলোকে হারানোর সুযোগ। তাই ভালো খেলতে হবে। আমরা অতীতে এশিয়া কাপে ভালো খেলেছি। এখন আমাদের ভালো কিছু করার সময়।’ ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেট তুলে নেয়ার রেকর্ডটি রশিদ খানের । ৪৪ ম্যাচে ১০০ শিকার পূর্ণ করেন তিনি। আগের রেকর্ডটি ছিল মিচেল স্টার্কের। ১০০ উইকেটের মাইলফলক ছুঁতে ৫২ ম্যাচ খেলেছিলেন এ অজি পেসার। ক্যারিয়ারে ৫৯ ওয়ানডেতে ১২৫ উইকেট রয়েছে রশিদ খানের ঝুলিতে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর