× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

সরকার ও নির্বাচন কমিশনকে ভারত থেকে শিক্ষা নেয়ার আহ্বান ড. মোশাররফের

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৪ বছর আগে) মে ২৫, ২০১৯, শনিবার, ৯:০০ পূর্বাহ্ন

বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন ও সবপর্যায়ের প্রশাসকদের ভারত থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বরেছেন, ভারতের জনগণ তাদের পছন্দের দল ও প্রার্থীকে ভোট দিতে পেরেছে। তাদের পছন্দমতো দলকে ক্ষমতায় এনেছে, যা বাংলাদেশে পারেনি। বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন ও সব পর্যায়ের প্রশাসকদের ভারত থেকে শিক্ষা নেয়া উচিত। বিশেষ করে আওয়ামী লীগ ও সরকারকে শিক্ষাগ্রহণ করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাতবার্ষিকী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং সুস্থতা কামনায় গতকাল জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। বাংলাদেশে গণতন্ত্র নেই দাবি করে ড. মোশাররফ বলেন, প্রতিবেশী দেশ ভারত এই নির্বাচনের মাধ্যমে জনগণের গণতন্ত্র কাকে বলেÑ তা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ভারতের জনগণ ও সে দেশের নির্বাচন কমিশনকে অভিনন্দনও জানান তিনি।
সেই সঙ্গে গণতন্ত্র উদ্ধারে বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়াকে মুক্ত করার জন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিএনপি ও সহযোগী সংগঠনগুলোকে ঢেলে সাজানোর প্রক্রিয়া চলছে জানিয়ে দলের এই নীতিনির্ধারক বলেন, আমাদের সব ক্ষেত্রে গণতন্ত্রায়নের ব্যবস্থা করতে হবে। আমাদের দলের নেতাকর্মীরা নেতা নির্বাচিত করলে নেতাকর্মীদের প্রতি যে দায়িত্ববোধ থাকে, ওপর থেকে চাপিয়ে দিলে সেটা থাকে না। শুক্রবার আমাদের সহযোগী সংগঠন ড্যাবের কমিটি হয়েছে সরাসরি ভোটের মাধ্যমে। আমরা আশা করি, আমাদের দল ও অঙ্গসংগঠনে এইভাবে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব প্রতিষ্ঠা করে তারপর জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। সৈয়দ মো. ওমর ফারুকের সভাপতিত্বে সভায় বক্তব্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ ও শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন বক্তব্য দেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর