× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

‘কোহলি একা বিশ্বকাপ জেতাতে পারবে না’

খেলা

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০১৯, রবিবার

কেবল বিরাট কোহলির ওপর নির্ভর করে এবার ট্রফি জিততে পারবে না ভারত- এমনটা বললেন ভারতীয় গ্রেট শচীন টেন্ডুলকার। গতকাল সংবাদমাধ্যমকে শচীন বলেন, ‘কেবল একজন খেলোয়াড়ের ওপর নির্ভর করে টুর্নামেন্ট জেতা যায় না। কয়েকজনকে অবদান রাখতে হবে। তেমন কিছু না ঘটলে সেটি হবে হতাশার।’
দৃষ্টান্ত শচীন নিজেই। ১৯৯৬, ১৯৯৯, ২০০৩ বিশ্বকাপে ভারতের সেরা ব্যাটসম্যান তিনি। এর মধ্যে ২০০৩ সালের টুর্নামেন্টে সর্বাধিক রান (৬৭৩) সংগ্রাহক। কিন্তু ওই টুর্নামেন্টে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় শচীনকে। ২০০৭ সালের আসরে অবশ্য কিছুই করার ছিল না তার।
বাংলাদেশের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছিল ভারত। আরাধ্য ট্রফিটা শচীন জেতেন ২০১১ সালে জীবনের শেষ বিশ্বকাপে। তবে ওই আসরে কেবল শচীন নয়, ভারতের বেশ কয়েকজন পারফর্মার ছিল। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও যুবরাজ সিংয়ের কথা বিশেষভাবে বলতে হবে। আসন্ন টুর্নামেন্টের আগে শচীন তাই মনে করিয়ে দিলেন, ‘দলীয় সমন্বয় ছাড়া কিছুই সম্ভব নয়।’
এবারের বিশ্বকাপে ভারতীয় স্পিনাররা বড় ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন শচীন। তিনি বলেন, ‘আমার মনে হয় মিডল ওভারগুলোতে মানসম্পন্ন স্পিনার ব্যবহার করে উইকেট তুলে নেয়া যাবে। কিছু বোলার আছে, যাদের ব্যাটসম্যানেরা ভালোই পড়তে পারে। এরপরও উইকেট দিয়ে আসে। কুলদীপ ও চাহালকে গত সিরিজে অস্ট্রেলিয়া ভালো খেলেছে। কিন্তু তার মানে এই নয় যে, তারা ভুল করবে না। মুরালি যেমন গোটা ক্যারিয়ারে চিরাচরিত অফ ব্রেক ও দুসরা দিয়ে গেছে। আর ব্যাটসম্যানেরা সেটা জেনেও উইকেট দিয়েছে।’
ভারতের হয়ে ওয়ানডে ও টেস্ট ফরমেট মিলিয়ে ১০০ সেঞ্চুরি করেছেন শচীন। ২০০ টেস্টে ১৫ হাজার ৯২১ ও ৪৬৩ ওয়ানডেতে ১৮ হাজার ৪২৬ রান সংগ্রহ করেন শচীন। ২০১২ সালে ওয়ানডে ও পরের বছর টেস্ট থেকে অবসর নেন এই ব্যাটিং জিনিয়াস।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর