× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বকাপের শুরু থেকে খেলার আশা মরগানের

খেলা

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০১৯, রবিবার

দুশ্চিন্তার কালো মেঘে ছেয়ে গিয়েছিল ইংল্যান্ডের আকাশ। বিশ্বকাপের আগমুহূর্তে অধিনায়ক এউইন মরগান পড়লেন চোটে! তবে সমর্থকদের স্বস্তির খবর দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তারা জানিয়েছে, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই খেলবেন তিনি। মরগান নিজেও আশাবাদী বিশ্বকাপের শুরু থেকে খেলার ব্যাপারে। গতকাল বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে ইংল্যান্ড। আগের দিন অনুশীলনে আঙুলে চোট পান মরগান। বোলিং মেশিন থেকে ক্যাচ অনুশীলনের সময় তার বাঁ তর্জনীতে আঘাত লাগে। পরে এক্স-রে’তে ধরা পড়ে ‘সামান্য চিড় ধরেছে’ আঙুলে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে না পারলেও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাওয়া যাবে মরগানকে। ইংলিশ অধিনায়ক নিজেও শুরু থেকে খেলার ব্যাপারে আশাবাদী। সাবেক আইরিশ ক্রিকেটার নাইল ও’ব্রাইনের সঙ্গে আলাপকালে তেমনটাই জানিয়েছেন মরগান। আইসিসি ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিওতে নিজের অবস্থা নিয়ে নাইল ও’ব্রাইনকে তিনি বলেছেন, ‘অনুশীলনে আমি একটি ক্যাচ ফেলে দেই এবং এটা (আঙুল) সরে যায়। সামান্য একটু চিড় ধরেছে জায়গাটিতে। তবে আমি ভালো আছি। দুর্ভাগ্যবশত প্রস্তুতি ম্যাচটি মিস করেছি, তবে আশা করছি টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ফিট হয়ে উঠব।’ এর আগে ইসিবি এক বিবৃতিতে চোটের বিষয়টি নিশ্চিত করলেও আঙুল সরে যাওয়ার ব্যাপারে কিছু জানায়নি। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছিল, ‘ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগানের বাঁ তর্জনীতে সামান্য চিড় ধরেছে। তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পাররেন না, তবে আশা করা হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের উদ্বোধনী ম্যাচের আগে পুরোপুরি সেরে উঠবেন তিনি।’



অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর