× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বোলিং শক্তি দেখালো নিউজিল্যান্ড

খেলা

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০১৯, রবিবার

টিম সাউদি, ট্রেন্ট বোল্ট- দুজন বিশ্বমানের পেসার রয়েছে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে। তাদের সঙ্গে লকি ফার্গুসন, ম্যাট হেনরি ও জিমি নিশাম ও কলিন ডি গ্র্যান্ডহোম। সবারই বোলিং গড়ই প্রশংসনীয়। আর দলের অন্যতম গতি তারকা হেনরি বলেছেন, ‘নিউজিল্যান্ডে শক্তি হল বোলিং বিভাগ।’ প্রমাণ মিলেছে গতকাল লর্ডসে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেই। বিরাট কোহলির দলকে ৩৯.২ ওভারে ১৭৯ রানেই গুটিয়ে দেয় কিউইরা। ১০ উইকেটের সবক’টিই নেন পেসাররা। বাঁহাতি ট্রেন্ট বোল্টের শিকার ৩৩ রানে ৪ উইকেট। অলরাউন্ডার নিশাম ২৬ রানে ৩টি আর একটি করে উইকেট নেন সাউদি, লকি ফার্গুসন ও ডি গ্র্যান্ডহোম।
দুই স্পিনার ইশ সোধি ও মিচেল স্যান্টনার মিলে করেছেন মাত্র ৬ ওভার। একটা সময় ৯১/৭ ছিল ভারতের স্কোর। শেষ দিকে ৫০ বলে ৫৪ রানের ইনিংস খেলেন অফস্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ভারতের হয়ে সর্বোচ্চ স্কোরার তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান আসে পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে। অধিনায়ক কোহলি ১৮ রান করে আউটন হন। ৪২ বলে ১৭ রান করেন উইকেটরক্ষক ধোনি। দুই ওপেনার রোহিত শর্মা ও ও শিখর ধাওয়ান দু’জনই ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ২৭ বছর বয়সী হেনরির একাদশে সুযোগ হয়নি ম্যাচটিতে। সাউদি-বোল্টদের আড়ালে থাকা এ পেসার ৪৩ ওয়ানডেতে নিয়েছেন ৭৮ উইকেট। ম্যাচে ৫ উইকেট আছে দু’বার। একাদশে জায়গা নিয়ে ভাবছেন না হেনরি। শক্তিশালী পেস বিভাগের একজন সদস্য হতে পেরেই খুশি তিনি। এরপর যদি ম্যাচ খেলার সুযোগ হয়, তবে হেনরি নামতে প্রস্তুত। ১লা জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে গতবারের ফাইনালিস্ট নিউজিল্যান্ড। হেনরির আশা, ক্রিকেটের জন্মস্থান ইংল্যান্ডে ভালো করবে তার দল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর