× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

মেসির ‘হ্যাটট্রিক’ ইউরোপিয়ান গোল্ডেন সু

খেলা

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০১৯, রবিবার

টানা তৃতীয় ও রেকর্ড ষষ্ঠবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন সু জিতলেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লীগে সর্বাধিক গোল করায় এ পুরস্কার পেলেন তিনি। লা লিগায় ৩৪ ম্যাচে ৩৬ গোল করেন মেসি। তার নিকট প্রতিদ্বন্দ্বী প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ফরাসি লীগ ওয়ানে করেন ৩২ গোল। এর আগে লা লিগার সর্বাধিক গোলের অ্যাওয়ার্ড ‘পিচিচি’ জিতেছিলেন মেসি। তবে সম্মানজনক এ পুরস্কার জিতেও খুব একটা উচ্ছ্বসিত নন তিনি। সংবাদ সম্মেলনে বাঁ পায়ের জাদুকর বলেন, ‘আমি গোল্ডেন স্যু নিয়ে মাথা ঘামাচ্ছি না।’
১৯৮৬ সাল থেকে ইউরোপিয়ান গোল্ডেন স্যু পুরস্কার দেয়া হচ্ছে। মেসিই প্রথম ফুটবলার যিনি টানা তিনবার এ পুরস্কার জিতলেন।
এর আগে ২০০৯-১০, ২০১১-১২ ও ২০১২-১৩ মৌসুমে ইউরোপিয়াপন গোল্ডেন সু জেতেন মেসি। আর্জেন্টাইন তারকার প্রতিদ্বন্দ্বী পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো দ্বিতীয় সর্বাধিক চারবার গোল্ডেন সু জিতেছেন। তিনি ২০০৭-০৮, ২০১০-১১, ২০১৩-১৪ (লুইস সুয়ারেজের সঙ্গে যৌথভাবে) ও ২০১৪-১৫ মৌসুমে ইউরোপের সেরা গোলদাতা হন।
অ্যানফিল্ড দুঃস্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে মেসিকে
লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ৪-০ গোলের হারটা এখনো তাড়িয়ে বেড়াচ্ছে বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে। প্রথম লেগে ৩-০ গোলে জিতেও ওই হারে চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনাল থেকে ছিটকে যায় বার্সা। টানা তৃতীয় ও ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো ইউরোপিয়ার গোল্ডেন সু জেতার পর ওই ম্যাচের প্রসঙ্গ টানেন মেসি। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত পুরস্কার নিয়ে মাথা ঘামাচ্ছি না। লিভারপুলের মাঠে পরাজয় এখানো আমাদের কষ্ট দিচ্ছে।’
বার্সেলোনার যুব একাডেমি ‘লা মাসিয়া’য় বেড়ে ওঠেন মেসি। গত ১৫ বছরে কাতালান ক্লাবটির হয়ে ৪ বার চ্যাম্পিয়ন্স লীগ জিতেছেন তিনি। কিন্তু গত ৪ বছর ধরে এই শিরোপা অধরার মেসিদের। এবার সুযোগ ছিল। সেটিও ভেস্তে গেছে লিভারপুলের কাছে অবিশ্বাস্য হারে। চ্যাম্পিয়ন্স লীগ থেকে বার্সার বিদায়ের পর গুঞ্জন উঠে, শৈশবের ক্লাব ছাড়তে পারেন মেসি। তবে এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন আর্জেন্টাইন তারকা। তিনি বলেন, ‘না, না, না! আমি এখানেই থাকছি। চ্যাম্পিয়ন্স লীগ থেকে বাদ পড়ার মানে এই নয় যে আমি নতুন কোনো ক্লাবে যোগ দেয়ার ইচ্ছা করছি।’
গত বছর রোমা এবার লিভারপুলের কাছে বার্সেলোনার অবিশ্বাস্য হারে দলীয় কোচ আরনেস্তো ভালভার্দের কৌশল নিয়ে প্রশ্ন উঠে। তবে মেসি ভালভার্দেকে দোষ দিতে চান না। স্প্যানিয়ার্ড এই কোচের অধীনে আগামী মৌসুমে খেলতে কোনো আপত্তি নেই তার। মেসি বলেন, ‘লিভারপুলের বিপক্ষে যা ঘটেছে, তাতে ভালভার্দের কোনো দায় নেই। দোষটা আমাদের সবারই। আমি চাই ভালভার্দে (বার্সেলোনায়) কাজ চালিয়ে যাক।’
সর্বাধিক ইউরোপিয়ান গোল্ডেন সু
লিওনেল মেসি (আর্জেন্টিনা)- ৬ বার
ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)- ৪ বার
ইউসেবিও (পর্তুগাল), জার্ড মুলার (জার্মানি), ডুডু জর্জেস্কো (রোমানিয়া), ফার্নান্দো গোমেজ (পর্তুগাল), অ্যালিস্টার ম্যাকোয়েস্ট (স্কটল্যান্ড), মারিও জারদেল (ব্রাজিল), থিয়েরি অঁরি (ফ্রান্স), দিয়েগো ফোরলান (উরুগুয়ে), লুইস সুয়ারেজ (উরুগুয়ে)- প্রত্যেকে ২ বার
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর