× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

কসাইখানা থেকে কলেজে মহিষ...

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৪ বছর আগে) মে ২৫, ২০১৯, শনিবার, ১০:০৪ পূর্বাহ্ন

কসাইখানার বদলে দুটি মহিষের জায়গা হয়েছে থানায়। ঢাকা কলেজের এক কর্মচারীকে গুঁতিয়ে আহত করায় মহিষগুলোকে ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) নিউমার্কেট থানায় আটক হয়েছে। গতকাল শুক্রবার রাত থেকে কসাইখানার বদলে মহিষগুলোর জায়গা হয়েছে নিউমার্কেট থানা চত্বরে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে ঝড়ের কবলে পড়ে মহিষগুলো নাজিরাবাজার থেকে দড়ি ছিঁড়ে দ্বিগিবিদিক ছুটতে শুরু করে। এক সময় তারা ঢাকা কলেজের ভিতরে গিয়ে অবস্থান নেয়। মহিষ দুটিকে নিবৃত্ত করতে গেলে ঢাকা কলেজের আলমগীর শিকদার নামে এক কর্মচারী মারাত্মক আহত হয়। এছাড়া আরো দুজন মহিষের গুঁতোয় ছিটকে নালায় পড়ে যায়। ঢাকা কলেজের আহত ওই কর্মচারীকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, তিনি এখন সেখানে চিকিৎসাধীন।
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেন মজুমদার মানবজমিনকে বলেন, খবর পেলে আমরা মহিষ দুটিকে ঢাকা কলেজের শিক্ষার্থী ও ফায়ার সার্ভিসের সহায়তায় নিবৃত্ত থানায় নিয়ে আসি। পরে, মহিষ দুটির মালিক কসাই মহসীন এসে ঢাকা কলেজের কর্মচারীদের সাথে সমঝোতা করে। ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনার পর দুই পক্ষের সমঝোতা হয়ে গেছে। মহিষ দুটির মালিক রাতেই থানা থেকে তাদের ছাড়িয়ে নিয়ে গেছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর