× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

এমন হারের পরও খুশি কোহলি

খেলা

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০১৯, সোমবার

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে হারলো ভারত। ট্রেন্ট বোল্ট ও জেমস নিশামের দুর্দান্ত বোলিংয়ে ১৭৯ রানে গুঁড়িয়ে যায় বিরাট কোহলির ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কোহলি বাহিনী। ৯১ রান তুলেতেই ৭ উইকেট হারায় কোহলির দল। পরে রবীন্দ্র জাদেজার ৫৪ ও কুলদীপ যাদবের ১৯ রানে ভর করে ১৭৯ রানে পৌঁছে ভারতের সংগ্রহ। ব্যাটিংয়ের এমন বিপর্যয়ের পরও চিন্তিত নন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেন, ‘পরিকল্পনা মতো সব হয়নি। তারপরও ভালো লড়াই হয়েছে।
৪ উইকেটে ৫০ রান থেকে ১৮০ রান টার্গেট দেয়া ভালোই। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে টপঅর্ডার একদিন ব্যর্থ হতেই পারে। হার্দিক ও জাদেজার রান পাওয়াটা ইতিবাচক।’ জবাবে কেন উইলিয়ামসন (৬৭) ও রস টেইলরের (৭১) দুর্দান্ত ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় কিউইরা।
প্রস্তুতি ম্যাচে হারলেও অতীত কথা বলছে ভারতের পক্ষে। প্রস্তুতি ম্যাচে হার দিয়ে শুরু করলে বিশ্বকাপে ভালো ফল করে ভারত। ১৯৮৩ বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে হেরেছিল কপিল দেবের ভারত। সেবার আসরের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পায় ভারত। এরপর ফাইনালে ফের ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে ভারত। ২০০৩ বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে হার দিয়ে শুরু করেছিল সৌরভ গাঙ্গুলির ভারত। সে আসরেও ফাইনালে খেলেছিল ভারত। যদিও অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ জেতা হয়নি সৌরভের। সেবার ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২৫ রানে হার দেখে ভারত। ২০১৫ বিশ্বকাপেও প্রস্তুতিতে একটি ম্যাচে হার ও এক ম্যাচে জয় ভারতের টুর্নামেন্টে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল ভারত। আসরে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৫ রানে হেরে আসর থেকে বিদায় নেয় ভারত।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর