× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

‘ডাবল’ শিরোপা বায়ার্ন মিউনিখের

খেলা

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০১৯, সোমবার

জার্মান কাপের ফাইনালে আরবি লাইপজিগকে হারিয়ে ‘ঘরোয়া ডাবল’ শিরোপা জিতলো বায়ার্ন মিউনিখ। শনিবার বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে লাইপজিগকে ৩-০ গোলে হারায় বাভারিয়ানরা। এনিয়ে রেকর্ড ১৯ বার জার্মান কাপের শিরোপা জিতলো বায়ার্ন। আর ক্লাব ইতিহাসে ১২ বার ঘরোয়া ‘ডাবল’ জিতলো বায়ার্ন মিউনিখ। গত বছর ফ্রাঙ্কফুর্টের কাছে হেরে কাপ শিরোপা হাতছাড়া হয় তাদের। সেবার ফাইনালে ৩-১ গোলে বায়ার্নকে হারায় কোচ কোভাচের দল ফ্রাঙ্কফুর্ট। এবারো জয় কোচ কোভাচের। কিন্তু ফ্রাঙ্কফুর্টের হয়ে নয়, বায়ার্ন মিউনিখের হয়ে।  আর জার্মান ফুটবলে প্রথমবার খেলোয়াড় ও কোচ হিসেবে ঘরোয়া ডাবল জিতেছেন নিকো কোভাচ।
২০০২-০৩ মৌসুমে হার্থা বার্লিনের হয়ে ঘরোয়া ডাবল জিতেছিলেন ক্রোয়াট মিডফিল্ডার নিকো কোভাচ। আর চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখেল হয় ডাবল জিতলেন তিনি।
ম্যাচের ২৯তম মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। এ সময় ডেভিড আলভার ক্রস থেকে হেডে গোল করেন রোর্বেতো লেভানদোস্কি। ম্যাচের ৭৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কিংসলে কোম্যান। ডি বক্সের পাওয়া বল  লাইপজিগের জালে জড়ান এই জার্মান উইঙ্গার। ম্যাচের  ৮৫ তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন লেভানদোস্কি। জোড়া গোলে জার্মান কাপের সর্বাধিক গোলদাতা হলেন এই পোলিশ তারকার। এবারের আসরে  সর্বাধিক ৭ গোল করেছেন লেভানদোস্কি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ৩৮ গোল পেয়েছেন লেভানদোস্কি। আর চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ বার ক্লিন শিট রেখেছেন ম্যানুয়েল নয়্যার।
এদিন আনুষ্ঠানিকভাবে বার্য়ানের অধ্যায় শেষ করলেন শীর্ষ ফুটবলার আরিয়েন রোবেন ও ফ্রাঙ্ক রিবেরি। দুজনের কেউ এদিন গোলের দেখা পাননি। বায়ার্ন মিউনিখের জার্সি গায়ে মোট ২০টি শিরোপা জিতেছেন রিবেরি ও রোবেন। বাভারিয়ানদের হয়ে ৩০৯ ম্যাচে ১৪৪ গোল পেয়েছেন ডাচ উইঙ্গার রোবেন। আর ৪২৫ ম্যাচে ১২৪ গোল করেছেন ফরাসি উইঙ্গার রিবেরি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর