× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

আরেকটি ধাক্কা খেলো বার্সা

খেলা

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০১৯, সোমবার

‘ডাবল’ শিরোপা জেতা হলো না বার্সেলোনার। চ্যাম্পিয়ন্স লীগ হারের পর আরো একটি শিরোপা হাতছাড়া করলো কাতালানরা। স্প্যানিশ কাপ আসর কোপা দেল রের ফাইনালে ভ্যালেন্সিয়ার কাছে হেরে গেছে মেসি বাহিনী। শনিবার সেভিয়ায় রিয়াল বেতিস ক্লাবের ভেন্যু বেনিতো ভিয়ামারিন স্টেডিয়ামে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে হার দেখে বার্সেলোনা। কোপা দেল রের শেষ চার আসরে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছিল রেকর্ড ৩০ বারের শিরোপাধারীরা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে হেরে টানা পঞ্চম শিরোপা জেতার রেকর্ড গড়তে পারলো না বার্সা। এর আগে ১৯০৫ থেকে ১৯০৮ পর্যন্ত রিয়াল মাদ্রিদ ও ১৯৩০ থেকে ১৯৩৩ পর্যন্ত অ্যাথলেটিক বিলবাও টানা চারবার কোপা দেল রের শিরোপা জিতেছিল। ১১ বছর পরে শিরোপা পুনরুদ্ধার করে অষ্টমবার কোপা দেল রের শিরোপা জিতলো ভ্যালেন্সিয়া।
২০০৭-০৮ মৌসুমে গেটাফেকে ৩-১ গোলে হারিয়ে কোপা দেল রের শিরোপা জিতেছিল ভ্যালেন্সিয়া। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগ ও কোপা দেল রের ব্যর্থতায় গুঞ্জন উঠেছে চাকরি যেতে পারে বার্সা কোচ আরনেস্তো ভালভার্দের। তবে ব্যর্থতার জন্য দোষী খেলোয়াড়রা, কোচ নয়- এমনটা বলেন বার্সেলোনা সভাপতি বার্তেমেউ। তিনি বলেন, ‘ এখনো ভালভার্দে আমাদের সঙ্গে চুক্তি বদ্ধ। এখনো আমাদের কোচ ভালভার্দে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে হারের দায় আমি তাকে দিতে চাই না। খেলোয়াড়রা ভালো খেলেনি। আমরা মতে এই মৌসুমটা বেশ ভালোই কেটেছে। লীগ জিতেছি। অর্থাৎ এই মৌসুমকে ব্যর্থ বলা যায় না।’ শনিবার ইনজুরির কারণে ছিলেন না লুইস সুয়ারেজ ও আন্দ্রে টার স্টেগান। নিয়মিত গোলরক্ষক স্টেগানের পরিবর্তে দলে জায়গা পায় ডাচ গোলরক্ষক জাসরে সিলেসেন। বেনিতো ভিয়ামারিন স্টেডিয়ামে ম্যাচের ২১তম মিনিটে গোল হজম করে বার্সেলোনা। স্প্যানিয়ার্ড ডিফেন্ডার হোসে গায়ার ক্রস থেকে ডি-বক্সের মাঝখান থেকে জোরালো শটে সিলেসেনের ধরাছোঁয়ার বাইরে দিয়ে জালে বল জড়ান ফরাসি স্ট্রাইকার কেভিন গামেইরো।
ভ্যালেন্সিয়ার হয়ে শেষ চার ম্যাচে ৪ গোল পেয়েছেন গামেইরো। ১২ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিয়ার্ড উইঙ্গার রদ্রিগো মারেনো। এ সময় স্প্যানিয়ার্ড মিডফিল্ডার কার্লোস সোলের বাড়িয়ে দেয়া পাসে কাছ থেকে হেড করে বল জালে জড়ান রদ্রিগো মোরেনো। বিরতির পর অবশ্য আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির গোলে ম্যাচের ফেরার ইঙ্গিত দিয়েছিল কাতালানরা। ম্যাচের ৭৩ তম মিনিটে কর্নার থেকে আসা বলে ক্লেমা লংলে হেড গোলপোস্টে লেগে ফিরে আসে। ফিরে আসা বল বাম পায়ে শট নিয়ে জালে জড়ান মেসি। ভ্যালেন্সিয়ার বিপক্ষে এটি  লিওনেল মেসির ২৮তম গোল। ২০০৮ সালে পর মেজর কোনো শিরোপা জয়ে পর ভ্যালেন্সিয়া অধিনায়ক বলেন, ‘ভ্যালেন্সিয়ার মত ক্লাব এরকম আরো অনেক ট্রফি জয়ের ক্ষমতা রাখে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার নয়। এক কথায় অসাধারণ।’

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর