× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বকাপে চমকে দিতে পারেন তিন অধিনায়ক

খেলা

মানবজমিন ডেস্ক
২৭ মে ২০১৯, সোমবার

বিরাট কোহলি, এউইন মরগান এবং অ্যারন ফিঞ্চ। এই তিন অধিনায়ক এবার বিশ্বকাপ চমকে দিতে পারেন। তাই তাদের দিকে দৃষ্টি রাখার পরামর্শ দিয়েছেন ১৯৮৭ সালে বিশ্বকাপ ক্রিকেটজয়ী অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালান বর্ডার। কারণ, তার মতে তারা ঠাণ্ডা মাথায় যেকোনো পরিস্থিতিকে মোকাবিলা করতে পারেন। যদিও ভারতীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকার মনে করেন, এবার বিরাট কোহলির ওপর ভরসা করে ভারত বিশ্বকাপ জিততে পারবে না। কিন্তু অ্যালান বর্ডার তার ঠিক উল্টোটা বললেন। তিনি বললেন, বিরাট কোহলি একেবারে অন্যরকম একজন অধিনায়ক। তিনি পছন্দ করেন হইচই।
আর ওর হৃদয়টা? সেটা তো লুকানো থাকে জামার আস্তিনের মধ্যে। কোনো উপলক্ষ পেলেই তা বেরিয়ে আসে স্বতঃস্ফূর্তভাবে। আর যখন কঠিন পরিস্থিতির মুখে পড়েন, দম বন্ধ হওয়ার মতো অবস্থা হয় তখন ওর দলের খেলোয়াড়রা ঠাণ্ডা মাথায় তার মোকাবিলা করতে জানে। তবে শচীন টেন্ডুলকার বলেছেন, পুরো টিম যদি ভালো না খেলে, কয়েকজন অন্তত যদি ফাইট দিতে না পারে, তাহলে শুধু বিরাটের ওপর ভর করে জেতা যাবে না।
অ্যালান বর্ডার ১৯৮৭ সালে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন। ওই বছর বিশ্বকাপ ঘরে তোলেন তারা। ১৭৮টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। ফলে শচীন টেন্ডুলকারের মূল্যায়ন যেমন খুবই গুরুত্বপূর্ণ, তেমনি তার মূল্যায়নও নেহায়েত কম নয়। তিনি খুব পছন্দ করেন ইংল্যান্ডের অধিনায়ক এউইন মরগানকে। কারণ, তার নেতৃত্বেই আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে ইংল্যান্ড। অ্যালান বর্ডার আনন্দবাজার পত্রিকাকে বলেন, আমার মনে হয়, এই বিশ্বকাপে ইংল্যান্ড খুবই ভালো কিছু করে দেখাবে। বোঝাই যাচ্ছে, ম্যাচ বা টুর্নামেন্ট নিয়ে ওদের পরিকল্পনাটা আলাদা। সেটা ঠিক কী তা দেখার জন্য উন্মুখ হয়ে আছি। সন্দেহ নেই মরগানের জন্যই ওরা এখন আরো ভয়ঙ্কর একটা দল। আর ওদের বিরুদ্ধে বল করার সময় যেকোনো দলের বোলাররাই চাপে থাকবে বলে আমার বিশ্বাস। বলছি না ওরা ম্যাচ হারবে না। সেটা হতেই পারে। কিন্তু তার জন্য ইংল্যান্ডের সেমিফাইনালে যাওয়া আটকাবে না। একটা-দুটো ম্যাচ হারলেও ঠিক শেষ চারে পৌঁছে যাবে মরগানরা। এখন তো অনেক অধিনায়ককেই দেখছি। তার মধ্যে মরগানকে আমার বেশ ভালোই মনে হয়। ওয়ান ডে-টাও দাপটের সঙ্গে খেলে। এটাও বলবো যে, কোচ ট্রেভর বেলিস আর মরগানের রণনীতিও দারুণ। যেকোনো দলই যা সামলাতে গিয়ে বড় সমস্যায় পড়তে পারে।
অ্যালানের নিজের দেশ অস্ট্রেলিয়া। এর অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তারও ভূয়সী প্রশংসা করেছেন তিনি। বর্ডার বলেন, আমি তো বলবো, ফিঞ্চ এখন অধিনায়ক হিসেবে দারুণ কাজ করছে। সতীর্থরাও পাশে থাকছে। সেটা ওর নেতৃত্ব দেয়ার সহজাত ক্ষমতার জন্যই। দলের সকলে ওর নেতৃত্বে একজোটও হচ্ছে। সেটাও খুব গুরুত্বপূর্ণ। আমাদের দলের প্রত্যেকে জানে কাকে কী করতে হবে। এটা একজন অধিনায়কের বিরাট সুবিধা। তাতে দলের পরিবেশেও শৃঙ্খলা থাকে। ট্যাকটিক্যাল দিকগুলোর কথা ভেবে বলতে পারি, কোহালি, ফিঞ্চ, মরগানরা তিনজনই এই বিশ্বকাপে চমকে দিতে পারেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর