× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার , ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শওয়াল ১৪৪৫ হিঃ

কোপা আমেরিকার কিছু চমকপ্রদ ঘটনা

খেলা

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০১৯, শনিবার

আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে পুরনো আসর কোপা আমেরিকা। শতায়ু এ ফুটবল আসরে দারুণ নৈপুণ্য স্মরণীয় ঘটনারও কমতি নেই। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ ফুটবল আসরে রেকর্ডে  উজ্জ্বল কিছু ঘটনা দেখে নেয়া যাক-
আত্মঘাতী গোল: ১৯৯৫ থেকে আসরে মোট ১৪টি আত্মঘাতী গোল দেখেছেন দর্শকরা। এর সর্বাধিক ৪ গোল গেছে ব্রাজিলের পক্ষে।
১০০% জয় রোনাল্ডোর: কোপা আমেরিকা আসরে মোট ১৩ ম্যাচ খেলেছেন ব্রাজিলের লিজেন্ডারি স্ট্রাইকার রোনাল্ডো ডি লিমা নাজারিও। এর প্রত্যেক ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি। রোনাল্ডোর চেয়ে বেশি ম্যাচে খেলে শতভাগ জয়ের রেকর্ড নেই আর কোনো ফুটবলারের।
টানা জয়: ১৯৯৭ থেকে ১৯৯৯ কোপা আমেরিকার দুই আাসরে টানা ১২ ম্যাচে জয় পায় ব্রাজিল।
টানা দুইবার শিরোপারও স্বাদ নেয় সেলেসাওরা। কোপা আমেরিকায় টানা ম্যাচ জয়ের রেকর্ড এটি।
গেরেরোর গর্বের ১১: আসরে ১৯ ম্যাচে ১১ গোল রয়েছে পেরুর স্ট্রাইকার পাওলো গেরেরোর। ক্যারিয়ার সচল থাকা আর কোনো ফুটবলারের কোপা আমেরিকায় এত গোল নেই।
ভার্গাসের দ্যুতি: কোপা আমেরিকায় চিলির জার্সি গায়ে সর্বাধিক ১০ গোলের কৃতিত্ব এদুয়ার্দো ভার্গাসের। আসরে ১০ গোল রয়েছে চিলির সাবেক তারকা এনরিকে হোরমাজাবালেরও।
কাতার যেখানে নবম: দক্ষিণ আমেরিকা মহাদেশের বাইরের নবম দেশ হিসেবে কোপা আমেরিকায় খেলছে কাতার। আমন্ত্রিত দেশ হিসেবে এবারের আসরে খেলছে এশিয়ার অপর দল জাপানও।  কোপা আমেরিকায় খেলতে দেখা গেছে মেক্সিকো, কোস্টারিকা, যুক্তরাষ্ট্র, হন্ডুরাস, পানামা, জ্যামাইকা ও হাইতিকে।
নিশ্ছিদ্র গোলবার: ২০০১ থেকে ২০০৪ পর্যন্ত টানা আট ম্যাচে কোনো গোল হজম করেনি কলম্বিয়া। আসরে আর কোনো দলের এমন রেকর্ড নেই।
টানা ৬ ম্যাচে গোল: আসরের ইতিহাসে টানা ছয় ম্যাচে গোলের রেকর্ডটি ব্রাজিলিয়ান তারকা নিলো মুর্টিনহো ব্রাগার। ১৯২৩ ও ১৯২৫’র আসরে টানা ছয় ম্যাচে গোলের কৃতিত্ব দেখান এ ব্রাজিলিয়ান তারকা।
আয়োজক ব্রাজিলের চারে চার: এর আগে চারবার আয়োজকের মর্যাদা নিয়ে এর প্রতিবারই শিরোপার নিজেদের ঘরে রেখে  দেয় ব্রাজিল (১৯১৯, ১৯২২, ১৯৪৯ ও ১৯৮৯)।
ম্যাচে একাই ৫ গোল: কোপা আমেরিকায় এপর্যন্ত  এক ম্যাচে একাই পাঁচ গোলের কৃতিত্ব দেখিয়েছেন চার জন খেলোয়াড়। হেক্টর স্কারানো (উরুগুয়ে-বলিভিয়া ১৯২৬), হুয়ান আন্দ্রেস মারভেজ্জি (আর্জেন্টিনা-ইকুয়েডর ১৯৪১), হোসে ম্যানুয়েল মোরেনো (আর্জেন্টিনা-ইকেুয়েডর ১৯৪২), এভারিস্তো (ব্রাজিল-কলম্বিয়া ১৯৫৭)।
গোলরক্ষকের গোল: আসরে তিন জন গোলরক্ষক নিজেও গোল পেয়েছেন। রেনে হিগুইটা (কলম্বিয়া-ভেনেজুয়েলা ১৯৮৯), এরউইন রামিরেজ (ইকুয়েডর-বলিভিয়া ১৯৯১), হোসে লুই চিলাভার্ট (প্যারাগুয়ে-আর্জেন্টিনা ১৯৯৭)
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর