× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে র‌্যাঙ্কিংয়ে পেছালো বাংলাদেশ

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৬ জুন ২০১৯, রবিবার

বিশ্বকাপের আগমুহূর্তে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে তিনবার হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। বিশ্বকাপের চার ম্যাচের মধ্যে দুই হারের বিপরীতে একটিতে জয় আছে টাইগারদের। ওয়েস্ট ইন্ডিজের ফলও আহামরি নয়। বিশ্বকাপের চার ম্যাচে একমাত্র পাকিস্তানকে হারাতে পেরেছে ক্যারিবীয়রা। অথচ ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে টপকে সাত নম্বরে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলের রেটিং পয়েন্ট ছিল ৮৬। কিন্তু দুই ম্যাচ হারায় রেটিং পয়েন্ট কমেছে বাংলাদেশের। আইসিসি প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ দলের বর্তমান রেটিং পয়েন্ট ৮৫।
সেখানে ওয়েস্ট ইন্ডিজের নামের পাশে রয়েছে ৮৬ পয়েন্ট।
বিশ্বকাপে বাংলাদেশ দল সর্বশেষ ম্যাচটি খেলেছে গেল ৮ই জুন। তিন দিন বিরতির পর ১১ জুন শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার কথা ছিল মাশরাফি বিন মুর্তজাদের। কিন্তু বৃষ্টির কারণে পণ্ড হয়ে যায় বাংলাদেশ ও লঙ্কানদের মধ্যকার ম্যাচটি। লম্বা বিরতির পর আবারও মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু মাঠে নামার আগেই বাংলাদেশ দলকে ধাক্কা দিয়েছে ক্যারিবীয়রা। বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই দাপুটে জয় তুলে নেয় মাশরাফি বিন মুর্তজার দল। কিন্তু নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে পরের দুই ম্যাচে সাকিব-তামিম-মুশফিকদের সঙ্গী হয় পরাজয়। বৃষ্টির বাগড়ায় পরিত্যক্ত হয় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের চতুর্থ ম্যাচটি। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে হারের প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে থেকে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ অষ্টম স্থানে নেমে গেছে। যদিও ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সঙ্গে হারের পরেও র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের।  বাংলাদেশকে টপকে সাত নম্বরে উঠে গেছে তারা। ১২৪ পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে বিশ্বকাপের এবারের আসরের শুরু থেকে দুর্দান্ত পারফর্ম করা ইংল্যান্ড। ১২২ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারত। ১১৪ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে নিউজিল্যান্ড। কিউইদের থেকে তিন পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। তালিকার পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। অজিদের রেটিং পয়েন্ট ১০৯ ও পাকিস্তানের ৯৩। এই তালিকার নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। লংকানদের রেটিং পয়েন্ট ৭৭ ও আফগানদের ৬২।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর