× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

সিজোবার হ্যাটট্রিকে বড় জয় আবাহনীর

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৬ জুন ২০১৯, রবিবার

প্রথমার্ধের খেলা ছিল একপেশে। ৪-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ঢাকা আবাহনী। দ্বিতীয়ার্ধে দুই গোল শোধ ম্যাচে রোমাঞ্চ ফেরার রহমতগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি। তবে সাত গোলের থ্রিলারে শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। গতকাল বাংলাদেশ প্রিমিয়ার লীগের খেলায় রহমতগঞ্জকে ৫-২ গোলে হারায় তারা। ম্যাচে হ্যাটট্রিক করেন আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে সিজোবা। আসরে দুই সাক্ষাতেই রহমতগঞ্জের জালে পাঁচ গোলের কৃতিত্ব দেখালো আবাহনী। বাংলাদেশ প্রিমিয়ার লীগের প্রথম পর্বে রহমতগঞ্জকে ৫-১ গোলে হারিয়েছিল শিরোপাধারীরা।  ঈদ ও বিশ্বকাপ বাছাইয়ের কারণে তিন সপ্তাহ বিরতির পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার ফের শুরু হয় পেশাদার শীর্ষ ফুটবল লীগের খেলা।
ম্যাচে আবাহনীর শুরুর দুই গোল আদায় করেন সিজোবা । নবম মিনিটে রায়হান হাসানের লম্বা থ্রো ইনে মাসিহ সাইঘানি হেডের পর দূরের পোস্টে থাকা সানডে চিজোবা তড়িৎ টোকায় লক্ষ্যভেদ করেন। এক ডিফেন্ডার শেষ মুহূর্তে ফেরালেও বল আগেই পেরিয়ে যায় গোললাইন। আর প্রথমার্ধের শেষ ১২ মিনিটে তিন গোল নিয়ে লড়াইটা একতরফা বানিয়ে ফেলে আবাহনী। ৩৩তম মিনিটে চিজোবা কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন। চার মিনিট পর সিজোবার বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সে ঢুকে কোনাকুনি শটে ব্যবধান আরো বাড়ান জুয়েল রানা। আর প্রথমার্ধের শেষ মিনিটে তারকা স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবনের গোলে পরষ্কিার ৪-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় আবাহনী।
কঙ্গোর ফরোয়ার্ড সিও জুনাপিওর ৬৫তম মিনিটের গোলে ব্যবধান কমায় রহমতগঞ্জ। পরের মিনিটেই রহমতগঞ্জের মিডফিল্ডার রাকিবুল ইসলাম ফাঁকা পোস্ট পেয়েও উড়িয়ে মেরে ব্যবধান আরও কমানোর সুযোগ নষ্ট করেন।
৭০তম মিনিটে ৩০ গজ দূর থেকে রহমতগঞ্জ তারকা দিদারুল আলমের বুলেট শট ডান পোস্টের পর বাঁ পোস্টে লেগে জালে জড়ালে উত্তেজনা বাড়ে ম্যাচে । তবে ম্যাচের যোগ করা সময়ের শেষ মিনিটে বেলফোর্টের পাস থেকে গোল নিয়ে দলের বড় নিশ্চিত করার সঙ্গে নিজের হ্যাটট্রিকও পূর্ণ করেন সিজোবা। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লীগে সর্বোচ্চ ১৪ গোলের কৃতিত্ব সানডে সিজোবার। ১৬ ম্যাচে ১৩ জয়ে ঢাকা আবাহনীর সংগ্রহ ৩৯ পয়েন্ট। তালিকার শীর্ষ দল বসুন্ধরা কিংসের সঙ্গে ব্যবধান ৪ পয়েন্টে নামিয়ে আনলো আবাহনী। বসুন্ধরা অবশ্য এক ম্যাচ কম খেলেছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর