× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

বাংলারজমিন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
১৭ জুন ২০১৯, সোমবার

চৌদ্দগ্রামে পাখির বাসা ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিশাত (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের তালগ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। গত শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের প্রতিবেশী তৌহিদ উল্যাহ জানান, কারণদীঘির পাড়ে শনিবার কয়েকজন শিশুসহ নিশাত পাখির বাসা ভাঙতে যায়। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়।

 খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার শেষে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিক নিশাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টায় নিশাতের মৃত্যু হয়। ছেলেকে হারিয়ে পরিবারের লোকজন এখন পাগল প্রায়।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর