× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

আলাপন / ‘এখন থেমে থাকার সময় নয়’

বিনোদন

ফয়সাল রাব্বিকীন
১৮ জুন ২০১৯, মঙ্গলবার

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর নিজের দীর্ঘ ও সফল ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। অডিও ইন্ডাস্ট্রির এই খারাপ সময়েও গত বছর জুড়ে ১০০ টি গান প্রকাশ করেছেন এ গায়ক। আর চলতি বছর তিনি ১৩০ টি গান প্রকাশ করবেন বলে ঘোষণা দিয়েছেন। এরইমধ্যে প্রথম ছয় মাসে অনেক গান প্রকাশ করেছেন তিনি। গেলো ঈদেও আসিফের বেশ কিছু গান প্রকাশ হয়েছে বিভিন্ন কোম্পানি থেকে। ঈদে আসিফের ‘তোমার হাসি’, ‘প্রশ্ন’, ‘আমি তুমিময়’, ‘ভালোবাসি তোকে’, ‘মনটা উড়ে যায়’, ‘আনাচে কানাচে’ গানগুলো প্রকাশ হয়েছে। এ গানগুলোর সাড়াও মিলেছে বেশ ভালো। সব মিলিয়ে কেমন আছেন? আসিফ আকবর বলেন, বিনদাস আছি।
ঈদের আগা টানা ব্যস্ততায় কাটিয়েছি সময়। ঈদের পর খানিক বিরতি নিয়ে আবার ব্যস্ত হয়ে পড়তে হয়েছে। এখন  রেকর্ডিং ও শুটিং নিয়ে ব্যস্ততা চলছে টানা। ঈদের গানের সাড়া কেমন পাচ্ছেন? আসিফ আকবর বলেন, আমি সব সময় বলি আমি শ্রোতাদের শিল্পী। তাদের জন্যই আমি আসিফ হয়েছি। তাই তাদের জন্য।ি গান করে যাচ্ছি। এবারের ঈদেও বেশ কিছু গান প্রকাশ হয়েছে।

শ্রোতাদের সাড়া প্রতিটি গান থেকেই পাচ্ছি। এখন নিজের গানের ভিডিওতে নিজেই পারফর্ম করেন। কেমন লাগে? আসিফ হেসে বলেন, সত্যি বলতে এটা কোম্পানি ও নির্মাতাতের ডিমান্ড। আমি শুধু আমার কাজ করে যাচ্ছি। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান চাচ্ছে যেন আমিই আমার গানে পারফর্ম করি। আর এখনতো অনেক গানের ভিডিও দর্শক পছন্দ করছেন। তাই আমারও শুটিং করেই যেতে হচ্ছে। আমাকে বিভিন্নভাবে উপস্থাপন করছে নির্মাতারা। আমিও উপভোগ করছি। এখন গানের অবস্থা কেমন দেখছেন? আসিফ বলেন, আমার দিক থেকে গানের অবস্থা এখন ভালো। ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে। তরুণরা কাজ করছে। সিনিয়র অনেকেও কাজ শুরু করেছেন। সবার মিলে আসলে কাজ করা উচিত। ভালো কাজের বিকল্প নেই। আমি কাজের মানুষ। নিজেও কাজ করে যাচ্ছি। এখন আসলে থেমে থাকার সময় নয়। প্রত্যেকেরই উচিত যার যার জায়গা থেকে নতুন গান করে যাওয়া। এখন থামলেই পিছিয়ে পড়তে হবে। কারণ এটা বিশ্বায়নের যুগ। বিশ্ব হাতের মুঠোয়। যে যা খুশি তাই দেখতে পারছে, শুনতে পারছে। তাই বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতে হবে। তবেই আমরা এগিয়ে যাবো।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর