× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

রাজনগরে দুর্ধর্ষ ডাকাতি

বাংলারজমিন

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
১৯ জুন ২০১৯, বুধবার

রাজনগরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ৮-১০ জনের ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ২৮ হাজার টাকা, ৩২ ভরি স্বর্ণালংকার ও দুটি মোবাইল ফোনসেট লুট করে নিয়ে যায়। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত দুইটায় টেংরা ইউনিয়নের ইলাশপুর গ্রামে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গৃহকর্তার সূত্রে জানা যায়, উপজেলার টেংরা ইউনিয়নের ইলাশপুর গ্রামের শাহিদ আলীর (৫৫) বাড়িতে ৮-১০ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাত দল ঘরের সামনের কলাপসিবল গেটের তালা ভেঙ্গে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে তাকে জিম্মি করে চোখ ও হাত বেঁধে ফেলে। পরে ঘরের অন্য রুমে থাকা তার স্ত্রী-সন্তানদেরও অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন আলমারি থেকে ৩২ ভরি স্বর্ণালংকার, নগদ ২৮ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোনসেট লুট করে নিয়ে যায়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে ওসি আবুল হাসিমের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

গৃহকর্তা বলেন, ডাকাত দল যাওয়ার সময় হুমকি দিয়ে বলে গেছে, মামলা দিলে সবাইকে ঘরে জবাই করে ফেলবে। টেংরা ইউনিয়নের চেয়ারম্যান টিপু খান বলেন, টেংরা এলাকায় কয়েকদিনে দুই তিনটি সিএনজি চুরির ঘটনা ঘটেছে। এর আগেও একটি ডাকাতির ঘটনা ঘটেছিল। এখন আবারো ডাকাতির ঘটনা ঘটল। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, ঘটনাটি ডাকাতির মতই। ওরা কাউকে মারধর করেনি। আমি বলেছি লিখিত অভিযোগ দেয়ার জন্য। এ ব্যাপারে আমরা ব্যবস্থা নেব।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর