× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

মানিকগঞ্জে বিজ্ঞান মেলায় মুন্নু স্কুল অ্যান্ড কলেজের সফলতা

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
১৯ জুন ২০১৯, বুধবার

মানিকগঞ্জে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় তিনটি ইভেন্টে সফলতা পেয়েছে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। জেলার বিপুলসংখ্যক  শিক্ষাপ্রতিষ্ঠান এই মেলায় অংশ নেয়।  জেলা প্রশাসন আয়োজিত সোমবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া বিজয়ী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে সদনপত্র ও ক্রেস্ট তুলে দেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেরদৌস। মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা জানান, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিভিন্ন ইভেন্টের মধ্যে বিজ্ঞান বিষয়ক মাধ্যমিক পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রথম হয়েছে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। এতে অংশ নেয় মুন্নু স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাহিন, রাফি ও হিয়া। বিজ্ঞান অলিম্পিয়াড জুনিয়র গ্রুপের প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৫ জন শিক্ষার্থী অংশ নিলে এদের মধ্যে দ্বিতীয় হয়েছে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী রাহিদ ফাতেমা হিয়া। এ ছাড়া সায়েন্স প্রজেক্ট মাধ্যমিক পর্যায়ে তৃতীয় হয়েছে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। এই প্রতিযোগিতায় অংশ নেয় সাব্বির, বায়েজিদ ও তীব্র। ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের এই সফলতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন মুন্নু গ্রুপের চেয়ারম্যান হুরুন নাহার রশিদ এবং মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও মুন্নু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান রিতা।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর