× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১২, আহত ১৩৪

দেশ বিদেশ

মানবজমিন ডেস্ক
১৯ জুন ২০১৯, বুধবার

চীনের সিচুয়ান প্রদেশে এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৩৪ জন। স্থানীয় সময় সোমবার রাত ১০:৫৫ মিনিটে সিচুয়ানের চ্যাঙ্গনিং কাউন্টিতে আঘাত হানে এই প্রাণঘাতী ভূমিকমপ। কর্মকর্তারা আশঙ্কা করছেন মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। রিখটার স্কেলে ভূমিকমপটির মাত্রা ছিল ৬.০। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, মূল ভূমিকম্পের পর বেশ কয়েকটি ছোট ছোট শক্তিশালী কমপনেও কেঁপেছে সিচুয়ান। স্থানীয় টিভি চ্যানেলে প্রচারিত ফুটেজ থেকে দেখা যায় যে, ভূমিকম্পের আঘাতে ধসে পড়েছে অগনিত ভবন। বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা।
ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক প্রধান সড়ক। ভবনের ধ্বংসাবশেষ থেকে হতাহতদের বের করে আনছেন উদ্ধারকারীরা। রাষ্ট্র পরিচালিত গণমাধ্যম অনুসারে, ভূমিকমপটির আঘাতে ধ্বংস হয়ে গেছে বা ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে ৪ হাজারের বেশি মানুষের বাড়িঘর। তাদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, চেংদুতে ভূমিকম্পের মিনিটখানেক আগে একটি সতর্কবার্তা জারি করা হয়েছিল। সব মিলিয়ে বর্তমানে অঞ্চলটিতে কাজ করছে ৫ শতাধিক দমকলকর্মী ও উদ্ধারকারী।
উল্লেখ্য, সিচুয়ান চীনের ভূমিকমপপ্রবণ অঞ্চল। এখানে প্রায়ই ভূমিকমপ আঘাত হেনে থাকে। ২০০৮ সালে ৭.৯ মাত্রার একটি ভূমিকমেপর আঘাতে অঞ্চলটিতে প্রাণ হারিয়েছিল ৮৭ হাজারের বেশি মানুষ। ২০১৭ সালে অপর এক ভূমিকম্পে মারা যান ২০ জনের বেশি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর